South Asia

চীন বাংলাদেশকে কম দামে টিকা দেওয়ায় শ্রীলঙ্কায় তোলপাড় কোভিড -১৯ ভ্যাকসিনের দাম
Mufid Majnun/Unsplash প্রতীকী ছবি

চীন বাংলাদেশকে কম দামে টিকা দেওয়ায় শ্রীলঙ্কায় তোলপাড়

Bangladesh Live News | @banglalivenews | 02 Jun 2021, 11:28 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ জুন ২০২১: দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জন্য সিনোফার্মের করোনা ভ্যাকসিনের আলাদা আলাদা মূল্য নির্ধারণ করেছে চীন। এ নিয়ে চীনের এই অঞ্চলের সহযোগীদের মধ্যে অস্বস্তি শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, বাংলাদেশকে প্রতি ডোজ ভ্যাকসিন ১০ মার্কিন ডলারে দিলেও শ্রীলঙ্কা এজন্য পরিশোধ করছে ১৫ ডলার; যা উভয় দেশেই বিতর্কের জন্ম দিয়েছে।

চীনের সিনোফার্মের কোভিড-১৯ ভ্যাকসিনের দেড় কোটি ডোজ কিনছে বাংলাদেশ। মন্ত্রিপরিষদের ভ্যাকসিন ক্রয় কমিটি চীনের এই ভ্যাকসিন কেনার অনুমোদন দিয়েছে।

অর্থমন্ত্রী আ. হ. ম মুস্তফা কামালের নেতৃত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে চীনা ভ্যাকসিন কেনার বিষয়টি অনুমোদন পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, সিনোফার্মের প্রতি ডোজ ভ্যাকসিন ১০ ডলারে কিনছে বাংলাদেশ।

বাংলাদেশের গণমাধ্যমে চীনের সিনোফার্মের ভ্যাকসিনের এই দাম প্রকাশের পর শ্রীলঙ্কায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একই ভ্যাকসিনের প্রতি ডোজ ১৫ ডলারে কিনছে শ্রীলঙ্কা।

তবে চীনের সিনোফার্মের ভ্যাকসিন ডোজের মূল্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, ক্রয় সংক্রান্ত কমিটি ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়ায় আমরা আশা করছি খুব শিগগিরই দুই দেশের মাঝে চুক্তি স্বাক্ষরিত হবে।

অন্যদিকে, শ্রীলঙ্কার স্থানীয় দৈনিক ডেইলি মিরর দেশটির ওষুধ উৎপাদন, সরবরাহ ও নিয়ন্ত্রণবিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক চান্না জয়াসুমানার বরাত দিয়ে বলেছে, বাংলাদেশকে প্রতি ডোজ ভ্যাকসিন ১০ ডলারে দিতে বেইজিং এবং ঢাকার মধ্যে এ ধরনের কোনও চুক্তিই হয়নি। বাংলাদেশের ভ্যাকসিন কেনার এই চুক্তি এখনও আলোচনাধীন রয়েছে।

ডেইলি মিরর চীনের সিনোফার্মের কেনা শ্রীলঙ্কার ভ্যাকসিনের দামের ব্যাপারে বলেছে, সিনোফার্মের ভ্যাকসিনের ২ কোটি ডোজ আগামী মাসে শ্রীলঙ্কায় পৌঁছাতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। লঙ্কান এই দৈনিক বলছে, শ্রীলঙ্কা প্রতি ডোজ সিনোফার্ম ভ্যাকসিন ১৫ ডলারে কিনছে। অন্যদিকে, অ্যাস্ট্রাজেনেকার প্রতি ডোজ ভ্যাকসিন মাত্র সাড়ে ৫ ডলারে কিনেছে শ্রীলঙ্কা।

ভ্যাকসিনের দাম নিয়ে শুরু হওয়া বিতর্কে মুখ খুলেছে শ্রীলঙ্কার সরকারও। দেশটির স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক ডা: আসেলা গুনাওয়ার্দেনা ভ্যাকসিনের দাম নিয়ে শুরু হওয়া বিতর্কের ব্যাপারে বলেছেন, সরকার সিনোফার্মের ভ্যাকসিন সর্বনিম্ন দামেই পেয়েছে। কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর দাম ১৮ থেকে ৪০ ডলারের মধ্যে। বিভিন্ন কারণে ভ্যাকসিনের দামে ভিন্নতা রয়েছে।

শ্রীলঙ্কা এবং বাংলাদেশের গণমাধ্যমে ভ্যাকসিনের দাম নিয়ে বিতর্কে জ্বালানি জুগিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা।

সর্বশেষ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত Sun, Mar 24 2024

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের Tue, Mar 05 2024

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদীর চিঠি Sun, Mar 03 2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশীদার হতে পেরে ভারত গর্বিত: দ্রৌপদী মুর্মু Wed, Feb 28 2024

চিকিৎসা পর্যটন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে Sat, Feb 24 2024

মোদি ও হাসিনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি Mon, Feb 19 2024

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন মোদী Tue, Jan 09 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত Fri, Jan 05 2024

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত Sat, Dec 30 2023

এডিবি'র দক্ষিণ এশিয়া উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেবেন টাকিও কোনিশি Thu, Dec 14 2023