South Asia

কঙ্গো জ্বরে উত্তর আফগানিস্তানে এক চিকিৎসকের মৃত্যু কঙ্গো জ্বর
Unsplash প্রতীকী ছবি

কঙ্গো জ্বরে উত্তর আফগানিস্তানে এক চিকিৎসকের মৃত্যু

Bangladesh Live News | @banglalivenews | 02 Jun 2023, 09:18 pm

কাবুল, ২ জুন ২০২৩: উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের তালেবানের জনস্বাস্থ্য বিভাগের প্রধান জানিয়েছেন, ক্রিমিয়ান-কঙ্গো হেমোরেজিক ফিভারে (সিসিএইচএফ) আক্রান্ত হয়ে একজন চিকিৎসক মারা গেছেন এবং আরও পাঁচ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।

আফগানিস্তানের উত্তরাঞ্চলের প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমিত রোগীদের সংস্পর্শে আসার সময় স্বাস্থ্যকর্মীরা সিসিএইচএফ নামে পরিচিত 'কঙ্গো ফিভার' নামেও পরিচিত।

তালেবান কর্মকর্তারা বাখতার নিউজ এজেন্সিকে বলেন, স্বাস্থ্যসেবা কর্মকর্তারা জানতেন না যে কিছু রোগী সিসিএইচএফ-এ আক্রান্ত হয়েছেন।

তালেবান কর্মকর্তা জাবিহুল্লাহ হুসেইনি জানিয়েছেন, গত সপ্তাহে কঙ্গো ফিভারে আক্রান্ত হয়ে স্থানীয় দুজনের মৃত্যু হয়েছে।

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, জাওজান প্রাদেশিক হাসপাতালে কিছু স্বাস্থ্যসেবা পদ্ধতি চালু করা হয়েছে এবং এই রোগে আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গত দুই দশক ধরে উত্তর জাওজান ও ফারিয়াব প্রদেশে কঙ্গো রোগের বিস্তারের খবর পাওয়া গেছে।

বালখ প্রদেশে তালেবানের জনস্বাস্থ্য বিভাগের প্রধান নাজিবুল্লাহ তাওয়ানা জানিয়েছেন, কঙ্গো রোগে আক্রান্ত ১০ জনকে চিকিৎসার জন্য মাজার-ই-শরিফে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আবো আলী সিনা বালখি হাসপাতালে এ রোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত কঙ্গো জ্বরে আক্রান্ত মানুষের সঠিক সংখ্যা জানা যায়নি এবং তালেবানরা রোগটি অন্যান্য প্রদেশে ছড়িয়ে পড়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত জানায়নি।

দুর্বল স্বাস্থ্য সেবা ও সুযোগ-সুবিধা, দেশের প্রত্যন্ত অঞ্চলে দুর্বল স্বাস্থ্যবিধি এবং নিরাপদ পানীয় জলের কারণে আফগান জনগণ সংক্রামক রোগের জন্য খুব উপযুক্ত, যার ফলে আফগানিস্তানের বিভিন্ন অংশে প্রতি বছর অসংখ্য লোক মারা যায়।

সর্বশেষ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত Sun, Mar 24 2024

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের Tue, Mar 05 2024

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদীর চিঠি Sun, Mar 03 2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশীদার হতে পেরে ভারত গর্বিত: দ্রৌপদী মুর্মু Wed, Feb 28 2024

চিকিৎসা পর্যটন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে Sat, Feb 24 2024

মোদি ও হাসিনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি Mon, Feb 19 2024

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন মোদী Tue, Jan 09 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত Fri, Jan 05 2024

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত Sat, Dec 30 2023

এডিবি'র দক্ষিণ এশিয়া উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেবেন টাকিও কোনিশি Thu, Dec 14 2023