South Asia

প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের পরলোক গমন সমরেশ মজুমদার
ফাইল ছবি/সংগৃহিত

প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের পরলোক গমন

Bangladesh Live News | @banglalivenews | 09 May 2023, 07:14 pm

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ৯ মে ২০২৩ : বাংলা ভাষার প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বাংলাদেশেও তিনি ব্যাপক জনপ্রিয়। এখানে তার বইয়ের প্রচুর পাঠক রয়েছে।

তার মৃত্যুতে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হলো উল্লেখ করে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় সমরেশ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের সমবেদনা জানান তিনি।

সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য। তার ত্রয়ী উপন্যাস ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’ বাংলা সাহিত্য জগতে তাকে বিশেষ খ্যাতি এনে দেয়।

২০১৮ সালে সমরেশ মজুমদারকে পশ্চিমবঙ্গ সরকার ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রদান করে। এছাড়া তিনি সাহিত্য আকাদেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ১৯৪২ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক করেন তিনি। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন।

সর্বশেষ শিরোনাম

কলকাতায় বাংলাদেশের ইলিশ, প্রতি কেজির দাম ১৬০০-১৮০০ রুপি Sat, Sep 23 2023

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মোদীর সহায়তা চাইলেন শেখ হাসিনা Sat, Sep 09 2023

নরেন্দ্র মোদিকে সায়মা ওয়াজেদের স্যুভেনির উপহার Sat, Sep 09 2023

জি-২০ সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেখ হাসিনার Fri, Sep 08 2023

জি-২০: নয়াদিল্লী পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাসিনা, মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কিছুক্ষন পরেই Fri, Sep 08 2023

গজলডোবার গেট খোলায় উজান থেকে বাংলাদেশে ধেয়ে আসছে তিস্তার পানি Sat, Aug 26 2023

পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যেতে চায় বাংলাদেশ: জি-২০ সম্মেলনে পলক Sat, Aug 19 2023

আমাদের ভবিষ্যৎ ও নিরাপত্তা বাংলাদেশের সঙ্গে জড়িত : ভারত Thu, Aug 17 2023

বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা ভারতের Sat, Aug 12 2023

নয়াদিল্লীতে রাজ্যসভা নেতা পীযূষ গয়ালের সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধি দলের বৈঠক Wed, Aug 09 2023