South Asia

বঙ্গবন্ধু আমাদের আইকনিক বীর: জয়শঙ্কর বঙ্গবন্ধু | ভারত-বাংলাদেশ
সংগৃহিত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, (ইনসেটে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু আমাদের আইকনিক বীর: জয়শঙ্কর

Bangladesh Live News | @banglalivenews | 08 Sep 2022, 07:09 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২২: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতে আমাদের জন্য একজন আইকন। তিনি ছিলেন একজন দুঃসাহসিক ও দৃঢ়বিশ্বাসী। বুধবার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সৈনিকের বংশধরদের ‘মুজিব বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন।

জয়শঙ্কর ভারতীয় শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি চালু করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘ভারত সরকার ও জনগণের পক্ষে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধু ভারতীয় জনগণের কাছে সব সময় সম্মানিত ও স্মরণীয় হয়ে থাকবেন।'

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য উল্লেখ করে বলেন, 'বঙ্গবন্ধু আমাদের জাতীয় বীরও বটে। দুই দেশ তার ওপর একটি বায়োপিক তৈরি করছে, যা এখন সমাপ্তির পথে।'

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালে ভারতীয় বীর শহীদ ও আহতদের সম্মানে আয়োজিত প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রবৃত্তি চালু করার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ অনুষ্ঠানে উপস্থিত থাকা তার জন্য সম্মানের ব্যাপার।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী, আপনি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক এক উচ্চমাত্রায় গেছে।'

‘আমরা জানি সব ধরনের সম্পর্কই ঐতিহাসিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। রক্ত দিয়ে গড়া উভয় দেশের ৫০ বছরের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে অব্যাহত রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

জয়শঙ্কর বলেন, ১৯৭১ সালে যখন যুদ্ধ শুরু হয় ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের পাশে দাঁড়িয়েছে। 'মুক্তিবাহিনীর সঙ্গে আমাদের সম্পর্কের কথা সবাই ভালো করে জানেন। আমরা আমাদের অনেক সাহসী মানুষ ও কর্মকর্তাকে এই মুক্তিযুদ্ধে হারিয়েছি। আমি আজ শুধু বাংলাদেশের বীর শহীদদের নয়, বরং আমাদের বীর শহীদদের প্রতিও সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি।'

তিনি আরও বলেন, 'অনেক বছর ধরে মুক্তিযোদ্ধারা দুই দেশের মধ্যে সেতুবন্ধন রচনা করেছেন। এই সেতুবন্ধনে মুক্তিযুদ্ধে আমাদের প্রবীণ সদস্যদের সর্বোচ্চ আত্মত্যাগের কারণে তাদের পরিবারের সদস্যরা আজ এখানে সমবেত হয়েছে। বাংলাদেশ সরকারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা বৃত্তি চালু দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও অনুপ্রাণিত করবে। যেসব তরুণ যুবক এই পুরস্কার গ্রহণ করছে, আমি তাদের অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভকামনা করছি।'

সর্বশেষ শিরোনাম

তিস্তা চুক্তি দ্রুত সম্পন্ন করতে চায় বাংলাদেশ Sat, Nov 25 2023

পারস্পরিক কল্যাণে বাংলাদেশ-ভারত সম্পর্ক বজায় রাখতে হবে: শ্রিংলা Sat, Nov 18 2023

ভারত ও বাংলাদেশ একটি মডেল সম্পর্ক গড়ে তুলছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর Fri, Nov 17 2023

বাংলাদেশ প্রশ্নে ভারতের অবস্থান আগের মতোই রয়েছে : পররাষ্ট্র মন্ত্রণালয় Fri, Nov 17 2023

বাংলাদেশের নির্বাচনকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে অভিহিত করেছে ভারত Sat, Nov 11 2023

বাংলাদেশে সৌরশক্তির ব্যবহার বাড়াতে কাজ করছে ভারত Thu, Oct 19 2023

ভারত কোনো বিশেষ দলকে সমর্থন করে না, সম্পর্ক দেশের সঙ্গে হয়: অরিন্দম বাগচী Tue, Oct 17 2023

নয়াদিল্লিতে কট্টরপন্থা ও চরমপন্থা প্রতিরোধে ইন্দো বাংলা সম্মেলন অনুষ্ঠিত হবে Tue, Oct 17 2023

ভারতের লোকসভার স্পিকারের সাথে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ Fri, Oct 13 2023

কলকাতায় বাংলাদেশের ইলিশ, প্রতি কেজির দাম ১৬০০-১৮০০ রুপি Sat, Sep 23 2023