South Asia

জি-২০: নয়াদিল্লী পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাসিনা, মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কিছুক্ষন পরেই
নয়াদিল্লী, ৮ সেপ্টেম্বর ২০২৩ : ‘জি-২০ লিডারস সামিটে’ যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতীয় সময় বেলা ১২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ১টা ১০) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান দিল্লিতে অবতরণ করে।
এর আগে, আজ (শুক্রবার) বেলা ১১টা ১৩ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ এর ১৮তম বৈঠকে যোগ দিতে বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ। প্রধানমন্ত্রীর ছোটো বোন শেখ রেহানাও তার সফরসঙ্গী হিসেবে ভারত গেছেন।
PM of Bangladesh Sheikh Hasina arrives in Delhi for the #G20 Summit. She was received by MoS for Railways & Textiles @DarshanaJardosh#G20Summit #G20India pic.twitter.com/DDWj5kyieS
— PIB India (@PIB_India) September 8, 2023
আজ (শুক্রবার) বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবার কথা রয়েছে। সমঝোতা স্মারকগুলো হলো ‘কৃষি গবেষণা খাতে সহযোগিতা’, ‘সাংস্কৃতিক বিনিময়’ এবং ‘দুই দেশের সাধারণ মানুষের মধ্যে লেনদেনের সরলীকরণ’।
ওই বৈঠকের পরই শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসার কথা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং তাঁর কন্যা প্রিয়াঙ্কা গান্ধীর।
প্রধানমন্ত্রী কাল সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
ছবি: সংগৃহিত
১০ সেপ্টেম্বর, জি-২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় এবং শেষ দিনে, বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যান্য দেশের নেতাদের সাথে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি সম্মেলনের সমাপনী অধিবেশনে অংশ নেবেন।
সম্মেলনের শেষ দিনে ‘জি ২০ নিউ দিল্লি নেতাদের ঘোষণাপত্র’ গৃহীত হবে।
১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন।