South Asia

'এয়ার বাবল’ চুক্তিতে বাংলাদেশ-ভারতের মধ্যে বিমান চলাচল শুরু এয়ার বাবল
twitter.com/ihcdhaka

'এয়ার বাবল’ চুক্তিতে বাংলাদেশ-ভারতের মধ্যে বিমান চলাচল শুরু

Bangladesh Live News | @banglalivenews | 28 Oct 2020, 06:52 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৮ অক্টোবর ২০২০: কোভিড-১৯ মহামারীর মধ্যে আট মাস বন্ধ থাকার পর বুধবার ভারতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল শুরু হয়েছে। ফিতা কেটে যোগাযোগ উদ্বোধন করেন ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বলেন, বুধবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মধ্যে দিয়ে দীর্ঘদিন পর বিমান চলাচল শুরু হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে ঢাকা-চেন্নাই-ঢাকা, চট্টগ্রাম-চেন্নাই-চট্টগ্রাম ও ঢাকা-কলকাতা-ঢাকা রুটে তাদের ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে চেন্নাই ও কলকাতা রুটের ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, বুধবার সকালে ঢাকা থেকে কলকাতায় ২৩ জন এবং চেন্নাইয়ে ৩২ জন যাত্রী যান। আবার কলকাতা ও চেন্নাই থেকে দুই ফ্লাইটে ৬৮ জন যাত্রী ঢাকায় ফিরেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, সোমবার ছাড়া সপ্তাহের ছয়দিন তাদের ফ্লাইট ঢাকা থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সকাল ১০টা ১৫মিনিটে কলকাতায় অবতরণ করবে। কলকাতা থেকে স্থানীয় সময় সকাল ১১টায় ছেড়ে আসবে এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২টা ৩০ মিনিটে অবতরণ করবে।

এছাড়া প্রতি সোম, বুধ, শুক্র ও শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করবে ফ্লাইট। একইদিন দুপুর ১টা ৩০ মিনিটে চেন্নাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে বিকাল ৪টা ৪০ মিনিটে পৌঁছাবে। প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে চেন্নাই ও চেন্নাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায়ও ফ্লাইট চালাবে ইউএস-বাংলা।

ভারতের বিভিন্ন গন্তব্যে চলতি মাসেই নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও।

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৯ অক্টোবর থেকে তারা ঢাকা-দিল্লি-ঢাকা রুটে প্রথম ফ্লাইট চালু করবে।এর পর ১ নভেম্বর ঢাকা-কলকাতা-ঢাকা ও ১৫ নভেম্বর ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো.মোকাব্বির হোসেন বুধবার দুপুরে বলেন, বিমান কলকাতা, দিল্লি ও চেন্নাই রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চলবে।

সর্বশেষ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত Sun, Mar 24 2024

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের Tue, Mar 05 2024

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদীর চিঠি Sun, Mar 03 2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশীদার হতে পেরে ভারত গর্বিত: দ্রৌপদী মুর্মু Wed, Feb 28 2024

চিকিৎসা পর্যটন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে Sat, Feb 24 2024

মোদি ও হাসিনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি Mon, Feb 19 2024

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন মোদী Tue, Jan 09 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত Fri, Jan 05 2024

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত Sat, Dec 30 2023

এডিবি'র দক্ষিণ এশিয়া উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেবেন টাকিও কোনিশি Thu, Dec 14 2023