South Asia

বাংলাদেশে আবার কোভিড ভ্যাকসিন পাঠানো শুরু করেছে ভারত ভারত-বাংলাদেশ ভ্যাকসিন
সংগৃহিত

বাংলাদেশে আবার কোভিড ভ্যাকসিন পাঠানো শুরু করেছে ভারত

Bangladesh Live News | @banglalivenews | 27 Nov 2021, 04:51 pm

নয়া দিল্লি, নভেম্বর ২৭: দেশের একশো কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়ার পর আটমাস বাদে আবার বাংলাদেশ সহ মায়ানমার, নেপাল এবং ইরানকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া শুরু করেছে ভারত।

মধ্যবর্তী সময়ে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সামাল দিতে বিদেশে ভ্যাকসিন সরবরাহ বন্ধ রাখতে হয়েছিল। এর ফলে বাংলাদেশে ভ্যাকসিন সংকট দেখা দিলেও শেখ হাসিনা সরকার পরিস্থিতি খানিকটা সামাল দিতে পেরেছিল। এখন ভারত থেকে  আবার রপ্তানি শুরু হলে সেই সংকটের অবসান হবে  বলে মনে করা হচ্ছে।

গত কয়েকমাস আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে ফের একবার ভ্যাকসিন রফতানি করা হবে। সেই ঘোষণা মতই ভারত পুনের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড পাঠাচ্ছে বাংলাদেশে।

নতুন করে করোনার টিকা পেলে বাংলাদেশ ভ্যাকসিনেশনের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে। বাংলাদেশে এ পর্যন্ত  করোনাভাইরাসে প্রায় ১৬ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে  প্রায় ২৮ হাজার মানুষের। এই পরিসংখ্যান ২৫শে নভেম্বর অবধি।

জানুয়ারি, ২০২১ সালে ভারত 'ভ্যাকসিন মৈত্রী' ঘোষণা করে জানিয়েছিল, সে দেশে তৈরি ভ্যাকসিন উন্নয়নশীল দেশগুলিকে সরবরাহ করা হবে। সেই পর্যায়ে এই চারটি দেশের সঙ্গে ভুটান, মালদ্বীপ, মরিশাস, শ্রীলংকা, ব্রাজিল, মরোক্কো, দক্ষিন আফ্রিকা, আফগানিস্তান, মেক্সিকো, কংগো, নাইজেরিয়াতেও পাঠানো হয়েছিল।

বাংলাদেশে ২৫শে নভেম্বরের খবর, ২৪ ঘন্টায় ২৩৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে এবং মৃত্যু হয়েছে ৯ জনের।

সর্বশেষ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত Sun, Mar 24 2024

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের Tue, Mar 05 2024

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদীর চিঠি Sun, Mar 03 2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশীদার হতে পেরে ভারত গর্বিত: দ্রৌপদী মুর্মু Wed, Feb 28 2024

চিকিৎসা পর্যটন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে Sat, Feb 24 2024

মোদি ও হাসিনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি Mon, Feb 19 2024

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন মোদী Tue, Jan 09 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত Fri, Jan 05 2024

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত Sat, Dec 30 2023

এডিবি'র দক্ষিণ এশিয়া উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেবেন টাকিও কোনিশি Thu, Dec 14 2023