South Asia

ভারতের পাঞ্জাবের এলপিইউ বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু কর্নার এলপিইউ বঙ্গবন্ধু কর্নার
সংগৃহিত লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। ইনসেটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও অন্যান্য গ্রন্থ হস্তান্তর করছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান

ভারতের পাঞ্জাবের এলপিইউ বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু কর্নার

Bangladesh Live News | @banglalivenews | 04 Aug 2021, 07:43 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৪ আগস্ট ২০২১: ভারতের পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) বঙ্গবন্ধু কর্নার স্থাপিত হচ্ছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অশোক মিত্তলের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে।

নয়াদিল্লির বাংলাদেশ মিশনের এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি অনুযায়ী ধীরে ধীরে বঙ্গবন্ধু কর্নারকে একটি কেন্দ্রে রূপান্তরিত করা হবে।

বিশ্ববিদ্যালয়টি ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়। এতে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী রয়েছে। ৬০০ একরের ক্যাম্পাসে বিশ্বের অর্ধশতাধিক দেশের তিন হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশুনা করে। বিশ্ববিদ্যালয়টি ক্রীড়া ও অ্যাথলেটিকসে অগ্রণী ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী টোকিও অলিম্পিকে অংশ নিচ্ছে।

প্রায় ৭৫০ বাংলাদেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে অধ্যয়নরত, যা দেশের বাইরের কোনো একক ক্যাম্পাসে সর্বোচ্চ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সফরকালে হাইকমিশনার বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কুশল জানতে চান।

বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর একটি পূর্ণাঙ্গ প্রতিকৃতি এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নের বই ছাড়াও থাকবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের ডায়রির কপি। এছাড়া বঙ্গবন্ধু ও বাংলাদেশের তথ্য আদান-প্রদানের জন্য অডিও-ভিজুয়াল ইন্টারফেস থাকবে।

বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠিত হলে এটি ভারত ও বিদেশের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম ও দর্শন সম্পর্কে জানার একটি জ্ঞানের মঞ্চ হয়ে উঠবে।

বিবৃতিতে বলা হয়েছে, নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশন ভারতের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কেন্দ্র প্রতিষ্ঠার কাজ করছে।

সর্বশেষ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত Sun, Mar 24 2024

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের Tue, Mar 05 2024

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদীর চিঠি Sun, Mar 03 2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশীদার হতে পেরে ভারত গর্বিত: দ্রৌপদী মুর্মু Wed, Feb 28 2024

চিকিৎসা পর্যটন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে Sat, Feb 24 2024

মোদি ও হাসিনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি Mon, Feb 19 2024

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন মোদী Tue, Jan 09 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত Fri, Jan 05 2024

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত Sat, Dec 30 2023

এডিবি'র দক্ষিণ এশিয়া উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেবেন টাকিও কোনিশি Thu, Dec 14 2023