South Asia

উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দেবে ভারত: বিক্রম দোরাইস্বামী বাংলাদেশ-ভারত
সংগৃহিত শুক্রবার আখাউড়া স্থলবন্দরে ভারতের হাইকমিশনারকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার

উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দেবে ভারত: বিক্রম দোরাইস্বামী

Bangladesh Live News | @banglalivenews | 23 Jul 2021, 09:21 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৩ জুলাই ২০২১: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘ভারতে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে জানতে দেশে গিয়েছিলাম। ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে। আশা করছি, উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারবো। তবে আমি এ ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন বলতে পারছি না। আমরা বাংলাদেশের মতো গুরত্বপূর্ণ বন্ধু দেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি।’ শুক্রবার (২৩ জুলাই) সকালে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টে তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, 'করোনাকালীন গত একবছরে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে করোনার মধ্যেও আমরা বাণিজ্য অব্যাহত রাখত পারবো।'

তিনি আরও বলেন, 'বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভালো। তবে উভয়দেশকে এখনও সতর্ক থাকতে হবে। বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু দেশ। বাংলাদেশও করোনার বিরুদ্ধে লড়াই করছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হবো।'

এসময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদসহ প্রমুখ।

এর আগে গত ১৮ জুলাই হাইকমিশনার বিক্রম দোরাস্বামী আখাউড়া চেকপোস্ট দিয়ে সস্ত্রীক দেশে যান।

সর্বশেষ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত Sun, Mar 24 2024

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের Tue, Mar 05 2024

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদীর চিঠি Sun, Mar 03 2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশীদার হতে পেরে ভারত গর্বিত: দ্রৌপদী মুর্মু Wed, Feb 28 2024

চিকিৎসা পর্যটন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে Sat, Feb 24 2024

মোদি ও হাসিনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি Mon, Feb 19 2024

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন মোদী Tue, Jan 09 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত Fri, Jan 05 2024

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত Sat, Dec 30 2023

এডিবি'র দক্ষিণ এশিয়া উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেবেন টাকিও কোনিশি Thu, Dec 14 2023