South Asia

মোমেনকে জেসিসি বৈঠকে আমন্ত্রণ জয়শঙ্করের বাংলাদেশ-ভারত
ফাইল ছবি জয়শংকরের সঙ্গে বৈঠকে ড. মোমেন

মোমেনকে জেসিসি বৈঠকে আমন্ত্রণ জয়শঙ্করের

Bangladesh Live News | @banglalivenews | 23 Feb 2022, 03:02 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২২: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বছরের প্রথমার্ধে জয়েন্ট কনসালটেটিভ কমিটির (জেসিসি) পরবর্তী বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন।

প্যারিসে ইন্দো-প্যাসিফিকের সাথে সহযোগিতা বিষয়ে ইইউ মন্ত্রী পর্যায়ের ফোরাম চলাকালে সোমবার ড. মোমেন তার ভারতীয় প্রতিপক্ষের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করার সময় এই আমন্ত্রণ জানানো হয়। মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বৈঠকে দুই মন্ত্রী জেসিসি বৈঠকের আগে সংশ্লিষ্ট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিস্তার পানি বণ্টন সমস্যা সমাধানের গুরুত্বের কথা  পুনর্ব্যক্ত করেন। জয়শঙ্কর এই বিষয়ে তার সরকারের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন। তারা কুশিয়ারা নদী সংক্রান্ত চলমান আলোচনা চালিয়ে যেতে সম্মত হন।

ড. মোমেন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সদস্য হিসেবে ভারতকে রোহিঙ্গা মানবিক সংকটের সমাধানের বিষয়ে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

উভয় মন্ত্রীই মনে করেন যে, মুজিব শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে ২০২১ সাল বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি উচ্চ মাত্রায় পৌঁছেছে।

দুই মন্ত্রী ২০২১ সালের ৬ ডিসেম্বর মৈত্রী দিবস পালনের জন্য বিশ্বের ১৮ টি নগরীতে সফল অনুষ্ঠান করার কথাও স্মরণ করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

এক টুইট বার্তায় জয়শঙ্কর বলেছেন, ভারত ২০২২ সালে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও উচ্চ স্তরে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত Sun, Mar 24 2024

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের Tue, Mar 05 2024

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদীর চিঠি Sun, Mar 03 2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশীদার হতে পেরে ভারত গর্বিত: দ্রৌপদী মুর্মু Wed, Feb 28 2024

চিকিৎসা পর্যটন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে Sat, Feb 24 2024

মোদি ও হাসিনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি Mon, Feb 19 2024

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন মোদী Tue, Jan 09 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত Fri, Jan 05 2024

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত Sat, Dec 30 2023

এডিবি'র দক্ষিণ এশিয়া উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেবেন টাকিও কোনিশি Thu, Dec 14 2023