South Asia

কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদীর ঢাকা সফর
সংগৃহিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 07 Apr 2021, 10:56 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৭ এপ্রিল ২০২১: বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি লেখা এক চিঠিতে ড. রাজ্জাককে ধন্যবাদ জানান তিনি। মঙ্গলবার (৬ এপ্রিল) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ ও ২৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফরকালে ‘মিনিস্টার ইন ওয়েটিং’ হিসেবে যত্নশীল ও চমৎকার সাহচর্যের জন্য কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন, "আমার সংক্ষিপ্ত ও ব্যস্ত ভ্রমণসূচির সফল বাস্তবায়নের জন্য ভ্রমণের স্থানগুলোর সব বিষয়ের প্রতি আপনার বিশেষ মনোযোগ আমাকে অভিভূত করেছে। আমি যেসব এলাকা ভ্রমণ করেছি, সেসব এলাকার কর্মকর্তা ও স্থানীয় নেতাদের সঙ্গে আপনার ব্যক্তিগত সুসম্পর্কের বিষয়টি প্রত্যক্ষ করেছি।"

সফরকালে কৃষিমন্ত্রী যে সময় দিয়েছেন ও নিষ্ঠতা প্রদর্শন করেছেন, তার জন্য উচ্ছ্বসিত প্রশংসা করেন নরেন্দ্র মোদি।

তিনি আরও উল্লেখ করেন, "সফরকালে কৃষিমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে, তা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।"

কৃষিমন্ত্রীর সঙ্গে এ আলোচনা ও মতবিনিময়ে ভারতের প্রধানমন্ত্রী আনন্দিত হয়েছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত Sun, Mar 24 2024

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের Tue, Mar 05 2024

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদীর চিঠি Sun, Mar 03 2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশীদার হতে পেরে ভারত গর্বিত: দ্রৌপদী মুর্মু Wed, Feb 28 2024

চিকিৎসা পর্যটন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে Sat, Feb 24 2024

মোদি ও হাসিনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি Mon, Feb 19 2024

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন মোদী Tue, Jan 09 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত Fri, Jan 05 2024

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত Sat, Dec 30 2023

এডিবি'র দক্ষিণ এশিয়া উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেবেন টাকিও কোনিশি Thu, Dec 14 2023