South Asia

বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার প্রশংসা মেঘালয়ের রাজ্যপালের বাংলাদেশ-ভারত
ছবি: সংগৃহিত মেঘালয়ের রাজ্যপালের সঙ্গে মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলের সদস্য এবং অন্যরা

বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার প্রশংসা মেঘালয়ের রাজ্যপালের

Bangladesh Live News | @banglalivenews | 16 May 2022, 12:48 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৬ মে ২০২২: ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদযাপন করতে ভারতের মেঘালয় সফর করেন মুক্তিযোদ্ধাদের ২৫ সদস্যের প্রতিনিধি দল । ছয়দিনের সফর শেষে গত ১৪ মে বাংলাদেশে ফিরেছেন তারা।

সফরকালে বাংলাদেশ প্রতিনিধিদল মেঘালয় রাজ্যের রাজ্যপাল সত্য পাল মালিকের সঙ্গে রাজভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে মেঘালয়ে প্রশিক্ষণ এবং নানা বিষয়ে স্মৃতিচারণ করেন। এছাড়া তৎকালীন সময় মেঘালয়ের জনগণ ও সরকারের সহযোগিতার কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাজ্যপাল সত্য পাল মালিক বলেন, আমি নজরুল সংগীতের খুবই ভক্ত। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে গানটি আমার খুবই প্রিয়। দেশ ভিন্ন হলেও সংস্কৃতি, ঐহিত্যসহ নানদিক দিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের মিল রয়েছে। দুই দেশের মানুষই বীরের জাতি। অন্যায়ের কাছে মাথা নত করে না।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে আমরাই খুবই খুশি। কারণ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ আমাদের কাছে সবার আগে। অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি আমাদের আনন্দিত করে। বাংলাদেশে মেঘালয়ের প্রচুর শিক্ষার্থী পড়াশোনা করে। এছাড়া বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়। এ যে দুই দেশের মধ্যে মেলবন্ধন তা অতুলনীয়।

বীর মুক্তিযোদ্ধাদের ‘রিয়েল হিরো’ উল্লেখ করে তিনি বলেন, আপনারা যুদ্ধ করে নতুন প্রজন্মকে একটি স্বাধীন দেশ দিয়েছেন। এ ত্যাগ ভোলার জন্য নয়। যুদ্ধে আপনারা অনেককে হারিয়েছেন, আপনারাও ফিরে না আসতে পারতেন। তাই যদি কোনো বীর মুক্তিযোদ্ধা মেঘালয় ভ্রমণে আসেন, তবে তাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে।

পরে বাংলাদেশ প্রতিনিধিদলের সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেঘালয় রাজ্যের সংস্কৃতি মন্ত্রী সোনাল বি মিশরা, চিফ সেক্রেটারি আরবি সুচিয়াং, ইস্টার্ন এয়ার কমান্ডার এয়ার মার্শাল ডি কে পাটনায়েক, ভারতীয় সেনাবাহিনীর ১০১ ডিভিশনের চিফ অফ স্টাফ মেজর জেনারেল অনুরাগ চোবা, প্রবীণ বকসিসহ অন্যরা। বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব ও মেজর জেনারেল (অব.) জি কে দাশ।

সর্বশেষ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত Sun, Mar 24 2024

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের Tue, Mar 05 2024

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদীর চিঠি Sun, Mar 03 2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশীদার হতে পেরে ভারত গর্বিত: দ্রৌপদী মুর্মু Wed, Feb 28 2024

চিকিৎসা পর্যটন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে Sat, Feb 24 2024

মোদি ও হাসিনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি Mon, Feb 19 2024

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন মোদী Tue, Jan 09 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত Fri, Jan 05 2024

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত Sat, Dec 30 2023

এডিবি'র দক্ষিণ এশিয়া উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেবেন টাকিও কোনিশি Thu, Dec 14 2023