South Asia

জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সফলভাবে শেষ হওয়ায় জয়শঙ্করকে মোমেনের অভিনন্দন
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৪ মার্চ ২০২৩ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সফলভাবে শেষ হওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে অভিনন্দন জানিয়েছেন।
নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এক বৈঠকে মিলিত হন। এ সময় তারা বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে আলোচনা করেন। উভয় নেতা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
কূটনৈতিক সূত্র জানায়, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’ প্রতিপাদ্যে ভারতের সভাপতিত্বে এ বছর নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে, শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ব্রাজিল, মেক্সিকো, স্লোভেনিয়া ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকের সময় তারা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার জন্য পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে চলমান ভূ-রাজনৈতিক ইস্যু এবং জাতিসংঘসহ বহুপাক্ষিক সহযোগিতা বাড়াতে মতবিনিময় করেন।
ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গত ১ মার্চ থেকে শুরু হওয়া জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারত যান। তিন দিনের সফর শেষে তিনি শুক্রবার সন্ধ্যায় কাতারের দোহার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করেন।
জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগদান ছাড়াও ড. এ কে আব্দুল মোমেন বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। তিনি তাদের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জি-২০ সম্মেলনের দুটি অধিবেশনে বক্তব্য দেন। এ সময় তিনি বহুপক্ষিকতা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আলোকপাত করেন।