South Asia

নির্বাচনের অজুহাতে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা পিছিয়েছে মিয়ানমার রোহিঙ্গা
ফাইল ছবি কক্সবাজারের শরণার্থী শিবিরে রোহিঙ্গারা মানবেতর জীবন যাপন করছে

নির্বাচনের অজুহাতে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা পিছিয়েছে মিয়ানমার

Bangladesh Live News | @banglalivenews | 15 Nov 2020, 11:54 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৫ নভেম্বর ২০২০: মিয়ানমার সরকার করোনা ও নির্বাচনের অজুহাতে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা পিছিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আরো বলেন, বাংলাদেশে রোহিঙ্গা সমস্যাটি দীর্ঘদিনের। বাংলাদেশ সরকার সবসময় পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী। তবে মিয়ানমার সরকার করোনা ও নির্বাচনের অজুহাতে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা পিছিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি ও বর্তমান  বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেলে একই ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি মিয়ানমারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুচি সরকারের হাতে যথেষ্ট সময় রয়েছে রোহিঙ্গাদের ফেরত নিয়ে তাদের বদনাম ঘোচানোর।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খানের সঞ্চালনায় সিনেট ভবনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।  এর আগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভিসি অধ্যাপক আব্দুস সোবহান পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, শিক্ষক সমিতির কর্মকর্তা, কার্যনির্বাহী সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল তিনটার দিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ক্যাম্পাসে পৌঁছান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

প্রসঙ্গত,  শনিবার দু’দিনের সফরে সস্ত্রীক রাজশাহী আসেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করবেন মন্ত্রী। সবশেষে রাজশাহী কলেজ পরিদর্শন এবং সেখানকার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

সর্বশেষ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত Sun, Mar 24 2024

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের Tue, Mar 05 2024

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদীর চিঠি Sun, Mar 03 2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশীদার হতে পেরে ভারত গর্বিত: দ্রৌপদী মুর্মু Wed, Feb 28 2024

চিকিৎসা পর্যটন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে Sat, Feb 24 2024

মোদি ও হাসিনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি Mon, Feb 19 2024

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন মোদী Tue, Jan 09 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত Fri, Jan 05 2024

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত Sat, Dec 30 2023

এডিবি'র দক্ষিণ এশিয়া উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেবেন টাকিও কোনিশি Thu, Dec 14 2023