South Asia

ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে নসরুল হামিদের সাক্ষাৎ বাংলাদেশ-ভারত
ছবি: পিআইডি

ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে নসরুল হামিদের সাক্ষাৎ

Bangladesh Live News | @banglalivenews | 05 Jan 2023, 06:12 pm

নয়াদিল্লি, ৫ জানুয়ারি ২০২৩ : বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগর বিষয়কমন্ত্রী হারদীপ পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৪ জানুয়ারি) দিল্লিতে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় নসরুল হামিদ বাংলাদেশের জ্বালানি খাতের সার্বিক অবস্থা তুলে ধরেন। তিনি বলেন, ভারত থেকে সাশ্রয়ীমূল্যে জ্বালানি পেতে চাই। ইতিবাচক আলোচনার প্রেক্ষিতে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়বে।

ডিজেল আমদানি, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, জ্বালানি সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন, এলএনজি আমদানি, অফসোর গ্যাস অনুসন্ধান ইত্যাদি বিষয় নিয়ে প্রতিমন্ত্রী আলোচনা করেন।

ভারতের মন্ত্রী আগামী ফেব্রুয়ারিতে ভারতের জ্বালানি সপ্তাহে নসরুল হামিদকে আমন্ত্রণ জানিয়ে বলেন, জ্বালানি সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ভারত, বাংলাদেশের সঙ্গে নিবিঢ়ভাবে কাজ করবে। বাংলাদেশ জ্বালানি বাজার উন্মুক্ত করতে চাইলে ভারত প্রয়োজনীয় সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, পেট্রোলিয়াম ইনস্টিটিউটের আধুনিকায়ন ও মানব সম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করা যেতে পারে। সাক্ষাৎকালে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ শিরোনাম

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, অন্তত ২৬১ জনের মৃত্যু Sat, Jun 03 2023

কঙ্গো জ্বরে উত্তর আফগানিস্তানে এক চিকিৎসকের মৃত্যু Fri, Jun 02 2023

অল্পের জন্য পরিবারসহ বেঁচে গেলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার Fri, May 26 2023

ভারতের গুজরাটে আল-কায়েদার সাথে জড়িত সন্দেহে ৪ বাংলাদেশী নাগরিক গ্রেফতার Wed, May 24 2023

পাকিস্তানে দুই উপজাতির সংঘর্ষে আহত ১৪ Tue, May 16 2023

প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের পরলোক গমন Tue, May 09 2023

প্রত্যাবাসন পরিবেশ পর্যবেক্ষণে মিয়ানমার গেলো রোহিঙ্গা প্রতিনিধিদল Fri, May 05 2023

নতুন প্রজন্ম বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী Fri, Apr 28 2023

বাংলাদেশ-ভারত কৌশলগত অংশীদারিত্ব নিয়ে সেনাপ্রধানদের আলোচনা Fri, Apr 28 2023

বাংলাদেশ-ভারত সম্পর্ক ঐতিহাসিক: ভারতীয় হাইকমিশনার Mon, Apr 17 2023