South Asia

পাকিস্তানে দুই উপজাতির সংঘর্ষে আহত ১৪
ঢাকা, ১৬ মে: পাকিস্তানের দারা আদম খেল এলাকায় সোমবার দুই উপজাতির মধ্যে সহিংস সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।
নিহতদের মধ্যে ১১ জন সানি খেল উপজাতির এবং তিনজন আখোরওয়াল উপজাতির। ডন নিউজের খবরে বলা হয়, আহত ১২ জনের সবাই সানি খেল উপজাতির সদস্য।
বিকাল ৫টার দিকে পাহাড়ে অবস্থানরত প্রতিদ্বন্দ্বী উপজাতিরা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে অপর পক্ষের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। সংবাদপত্রটি জানিয়েছে, তাণ্ডব থামাতে এবং উপজাতিদের পাহাড় থেকে নামতে বাধ্য করতে সেনাবাহিনীকে ডাকা হয়েছিল।
দুই উপজাতি আখোরওয়ালদের দখলে থাকা কয়লা পর্বতের চার মাইল জুড়ে লড়াই করেছিল।
কর্তৃপক্ষ এখনও মামলা দায়ের করেনি। দারা আদম খেল প্রশাসনের এক কর্মকর্তা আজম খান ডনকে বলেন, উপজাতিরা আইনকে স্বীকৃতি দেয় না এবং জিরগার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে পছন্দ করে বলে এফআইআর দায়ের করা হয়নি।