Sports

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব: কঠিন গ্রুপে বাংলাদেশ
ঢাকা, ২৬ মে ২০২৩: এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব ৪ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই কোয়ালিফায়ারে বাংলাদেশও খেলছে। বৃহস্পতিবার মালয়েশিয়ায় এএফসি সদর দফতরে এ ড্র অনুষ্ঠিত হয়। এইচ গ্রুপে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও রয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন।
এশিয়ার ৪৩টি দেশকে ১১টি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপের সেরা ও রানার্সআপ দল খেলবে মূল পর্বে। মূল ইভেন্টটি ১৫ এপ্রিল থেকে ৩ মে, ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গতবারের তুলনায় কিছুটা সহজ গ্রুপে রয়েছে। গত বছরের বাছাইপর্বে লাল ও সবুজ প্রতিনিধিদের গ্রুপে ছিল কুয়েত ও সৌদি আরব।
কুয়েতের কাছে ১-০ গোলে হারার পর সৌদি আরবের কাছে ৩-০ গোলে হারে দলটি। টানা দুই পরাজয়ের পর তলানিতে থাকা বাংলাদেশ ছিটকে গেছিলো।
জে গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সৌদি আরবের সঙ্গে রয়েছে কম্বোডিয়া, লেবানন ও মঙ্গোলিয়া। ভারত ও মালদ্বীপ গ্রুপ জি-তে সংযুক্ত আরব আমিরাত ও চীনের মুখোমুখি হবে। কাতার সরাসরি স্বাগতিক হিসেবে মূল পর্বে খেলবে। শীর্ষ ১১ টি দল এবং শীর্ষ ৪ রানার্স আপ সহ মোট ১৬ টি দল ফাইনাল রাউন্ডের টিকিট পাবে। প্রতিযোগিতাটি ২০২৪ প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টের জন্য বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হবে। শীর্ষ তিন দল পাবে অলিম্পিকের টিকিট।