Sports

বাংলাদেশের ফুটবলে আর্জেন্টিনাময় দিন আর্জেন্টিনা | বাফুফে
সংগৃহিত খেলা শুরুর আগে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৭ লাল ও সবুজ দলের খেলোয়াড়দের সংগে পরিচিত হন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ফুটবলে আর্জেন্টিনাময় দিন

Bangladesh Live News | @banglalivenews | 01 Mar 2023, 10:52 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১ মার্চ ২০২৩: মঙ্গলবার দিনভর সাজসাজ রব ছিল মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। বিকেল ৪টায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাফুফে ভবনে প্রবেশ করেন। সঙ্গে দেশটির অন্যতম সেরা ক্লাব অ্যাটলেটিকো লিভারপ্লেটের জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল কমিটির সভাপতি সেবাস্তিয়ান পেরেজ এসকোবার। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন অতিথিদের স্বাগত জানান।

এর পর বাফুফে সভাপতি ভবনের সভাকক্ষে তার নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন এবং ফুটবল উন্নয়ন নিয়ে দুই দেশের কর্মকর্তারা মতবিনিময় করেন।

বাফুফে ভবন সংশ্লিষ্ট টার্ফে নারী অনূর্ধ্ব-১৭ দল লাল ও সবুজ ভাগে ভাগ হয়ে ম্যাচ খেলে। এই ম্যাচ উপভোগ করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী এবং রিভারপ্লেটের সভাপতিসহ অন্যান্য কর্মকর্তা। পরে তারা পুরস্কার বিতরণও করেন। এ সময় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মেয়েদের সঙ্গে সেলফি তোলেন এবং অনেক ছবি তার মোবাইলে ধারণ করেন।

বাফুফে ভবনে আসতে পেরে খুশি হয়েছেন উল্লেখ করে আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও বাফুফেতে আসতে পেরে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, এটা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রথম পদক্ষেপ।’

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আগমন প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘একেবার সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল এটি। আজ আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী এখানে এসেছেন। দেশটির ক্লাব রিভারপ্লেটের কর্মকর্তা দুই দিন ধরে আমাদের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন। সব আলোচনাই প্রাথমিক পর্যায়ে। তারা এটা নিয়ে কাজ করবেন।’

মঙ্গলবার সকালে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট কর্মকর্তা দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও নতুন শক্তি বসুন্ধরা কিংস পরিদর্শন করেন। দুই ক্লাব ঘুরে ঘুরে দেখেন তারা। আগের দিন দেশের শীর্ষ চার ক্লাবের সঙ্গে ভিন্ন ভিন্নভাবে মতবিনিময় করেছেন রিভারপ্লেটের সভাপতি। সবকিছু মিলিয়ে বাংলাদেশের ফুটবলে মঙ্গলবার দিনটা আর্জেন্টিনাময়ই হয়ে থাকলো।