Sports

আড়িয়াল খাঁর পাড়ে হবে এশিয়ার সর্ববৃহৎ স্পোর্টস সিটি স্পোর্টস সিটি
ছবি: সংগৃহিত আড়িয়াল খাঁ নদের পাড়, ইনসেটে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

আড়িয়াল খাঁর পাড়ে হবে এশিয়ার সর্ববৃহৎ স্পোর্টস সিটি

Bangladesh Live News | @banglalivenews | 16 Nov 2022, 12:32 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৬ নভেম্বর ২০২২ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের পাড়ে এবং ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুরে তিন হাজার একর জমিতে এশিয়ার সর্ববৃহৎ স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মাণ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এটি করা হবে।’

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচরের প্রকল্প এলাকা পরিদর্শনে এসে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আড়িয়াল খাঁ নদ সংলগ্ন এলাকায় শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে যাচাই-বাছাই শেষ হয়েছে। এখন পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে সমীক্ষা চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পেলে, কোথায় কোন কোন স্থাপনা নির্মাণ করা হবে হবে তা নির্ধারণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রকল্পটি শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, এশিয়ার মধ্যে একটি আইকনিক স্থাপনা হবে। এখানে অলিম্পিক ইভেন্ট, সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসসহ বড় বড় ইভেন্ট আয়োজনের জন্য যা যা প্রয়োজন সবই থাকবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মাঠ, জিমনেসিয়াম, গলফ, আবাসন ব্যবস্থাসহ সবকিছু এখানে থাকবে। শুধু ক্রিকেট ও ফুটবলের মাঠই নয়, প্র্যাকটিস মাঠও আলাদা থাকবে। সব ধরনের খেলার ইনডোর প্র্যাকটিস মাঠ এখানে থাকবে। এখানে বিশ্বমানের স্পোর্টস সিটি গড়ে তোলা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্র চন্দ, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. সেলিম প্রমুখ।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023