Sports

আজ বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ
Bangladesh Cricket Board Twitter page

আজ বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 12 Mar 2023, 10:56 pm

ঢাকা, ১২ মার্চ ২০২৩ : ঢাকায় টানা দুই ম্যাচ হারেই সর্বনাশ হয়েছে। নাহলে ওয়ানডে সিরিজও জিততে পারতো বাংলাদেশ।

ওয়ানডে সিরিজে হয়নি। তবে এবার সামনে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ, ইংল্যান্ডের বিপক্ষে। যে দলের বিপক্ষে এবারের আগে কখনও একটি টি-টোয়েন্টিতেও জেতা হয়নি টাইগারদের।

সাকিব বাহিনীর সামনে এখন ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ বিজয়ের হাতছানি। একটি নয়, সামনে দু’দুটি সুযোগ। আজ রোববার শেরে বাংলায় সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতলেই ট্রফি নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে লিখা হবে নতুন ইতিহাস।

ইতিহাস জানাচ্ছে, ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ প্রথমে অস্ট্রেলিয়া আর পরে নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়েছিল। সে বছর আগস্টে এই শেরে বাংলায় বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে পরাজিত করে। আর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতে ৩-২ ব্যবধানে।

তার মানে ঘরের মাঠে রাঘব বোয়াল শিকারের রেকর্ড আছে। তবে সেই দুই সিরিজের উইকেট ছিল অনেক বেশি স্লথ, বাউন্সও ছিল কম। স্পিনাররা বেশ সহায়তা পেয়েছেন। সাকিব তো বটেই, নাসুম আহমেদকে খেলতেও নাভিশ্বাস উঠেছিল অসি ও কিউই ব্যাটারদের।

এবারের ব্যাপারটি ভিন্ন। বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি যে ভেন্যুতে জিতেছে, সেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট কিন্তু অত ধীরগতির নয়। বাংলাদেশ উইকেটের সাহায্য নিয়ে নয়, ভালো খেলেই জিতেছে।

ব্যাটিং-বোলিং সব ডিপার্টমেন্টেই ইংলিশদের এগিয়ে ছিল টাইগাররা। প্রথম টি-টোয়েন্টিতে শান্ত ১৭০ স্ট্রাইকরেটে ফিফটি উপহার দিয়েছেন। অভিষেক হওয়া তৌহিদ হৃদয় আর ৮ বছর পর দলে ফেরা রনি তালুকদারও স্বচ্ছন্দ্যে খেলেছেন। অধিনায়ক সাকিব তো দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন।

এর বাইরে তরুণ পেসার হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন। ইংলিশ ইনিংসের ১৭ আর ১৯ নম্বর ওভারে একটি করে দুটি উইকেটের পতন ঘটানো ছাড়াও মাত্র ৫ রান দিয়ে হাসান মাহমুদ ইংলিশ স্কোরলাইনকে নিয়ন্ত্রণে রাখার মূল কাজটি করে দিয়েছিলেন। মোদ্দা কথা, সাকিবের নেতৃত্বে এক ঝাঁক সম্ভাবনাময় তরুণে সাজানো দল চট্টগ্রামে দিয়েছে চোখ ধাঁধানো পারফরম্যান্স।