Sports

এফটিপিতে সবচেয়ে বেশি ম্যাচ বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট
ফাইল ছবি/সংগৃহিত বাংলাদেশ টাইগার্স

এফটিপিতে সবচেয়ে বেশি ম্যাচ বাংলাদেশের

Bangladesh Live News | @banglalivenews | 18 Aug 2022, 04:36 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ আগস্ট ২০২২: ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত চক্রের পূর্ণাঙ্গ ভবিষ্যত সফরসূচি (ফিউচার ট্যুর প্ল্যান-এফটিপি) প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। চলতি চার বছরের চক্রের চেয়ে আগামী চার বছরের চক্রে ম্যাচের সংখ্যা বেড়েছে ৮৩টি।

বর্তমান চক্রে আইসিসির ১২টি টেস্ট খেলুড়ে দেশ খেলছে সবমিলিয়ে ৬৯৪টি ম্যাচ। সেটি এবার বেড়ে হয়েছে ৭৭৭টি ম্যাচ। যেখানে থাকছে ১৭৩টি টেস্ট, ২৮১টি ওয়ানডে ও ৩২৩টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ। চার বছরের এই চক্র শুরু হবে ২০২৩ সালের মার্চ থেকে।

অবাক করা ব্যাপার হলো, এফটিপিতে চার বছরের চক্রে সবচেয়ে বেশি ম্যাচ পাচ্ছে বাংলাদেশই। এই চক্রে তিন ফরম্যাট মিলিয়ে মোট ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ নির্ধারিত হয়েছে টাইগারদের, যার মধ্যে রয়েছে ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি।

দ্বিতীয় অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। তারা চার বছরে ম্যাচ পাচ্ছে ১৪৭টি। ইংল্যান্ড ১৪২ আর ভারত পাচ্ছে ১৪১টি আন্তর্জাতিক ম্যাচ। এছাড়া অস্ট্রেলিয়া ১৩২, নিউজিল্যান্ড ১৩৫, পাকিস্তান ১৩০, শ্রীলঙ্কা ১৩১, আফগানিস্তান পাচ্ছে ১২৩টি আন্তর্জাতিক ম্যাচ।

বড় দলগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা পাচ্ছে সবচেয়ে কম ম্যাচ (১১৩টি)। এছাড়া আয়ারল্যান্ড ১১০ এবং জিম্বাবুয়ে চার বছরে আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে ১০৯টি।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023