Sports

এক বছর আগে সাফজয় হলেও নারী ফুটবল দলের কোচ পদ ছাড়তে চাইছেন
গত বছর বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল সেপ্টেম্বর মাসে নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে সাফ শিরোপা জিতেছিল।
তবে, এক বছরের শেষে সব পাল্টে গেছে।
প্রসঙ্গত, জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন গোলাম রব্বানী ছোটন।
১ জুন থেকে জাতীয় দলের সঙ্গে না থাকা নিশ্চিত করে শুক্রবার (২৬ মে) ঢাকা ট্রিবিউনকে সাফজয়ী এ কোচ বলেন, “আমি চলে যাচ্ছি। আমার বিশ্রাম দরকার। আমি এখানে আগামী ৩১ মে পর্যন্ত আছি। এরপর আমি আর মহিলা ফুটবল দলের সঙ্গে থাকব না।”
এর আগে সাফজয়ী সদস্য সিরাত জাহান স্বপ্না খেলা থেকে অবসর নিয়েছেন,
ব্যক্তিগত কারণ বলা হলেও দীর্ঘদিন ধরে খেলার বাইরে থাকায় অবসাদ ও বিরক্তি থেকে ফুটবল ছেড়েছেন বলে জানা গেছে। তার আগে সাফজয়ী বাংলাদেশ দলের আরও দুই খেলোয়াড় অবসর নিয়েছিলেন, ঢাকা ট্রিবুন খবরের কাগজে প্রতিবেদনে জানানো হয়েছে।