Sports

টানা তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা জয় করল বাংলাদেশ কাবাডি
সংগৃহিত অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

টানা তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা জয় করল বাংলাদেশ

Bangladesh Live News | @banglalivenews | 21 Mar 2023, 10:16 pm

ক্রিড়া প্রতিবেদক, ঢাকা, ২১ মার্চ ২০২৩: বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু কাপ-২০২৩ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার রাজধানীর শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকরা ৩টি লোনাসহ ৪২-২৮ পয়েন্টে চাইনিজ তাইপেকে হারিয়ে শিরোপা জয় করে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে ২০-১৪ পয়েন্টে এগিয়েছিল। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের শিরোপা জয় করল বাংলাদেশ।

বিজয়ী দলের অধিনায়ক তুহিন তরফদার টুর্নামেন্টের সেরা ক্যাচার ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। একই দলের মিজানুর রহমান ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা রেইডারের পুরস্কার লাভ করেন।

এর আগে ২০২১ এবং ২০২২ সালের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কেনিয়া। ওই দুই আসরে কেনিয়াকে যথাক্রমে ৩৪-২৮ এবং ৩৪-৩১ পয়েন্টে হারিয়েছিল স্বাগতিক বাংলাদেশ।

শুরুতে দু’দলই সর্তকতার সঙ্গে একে অপরকে পরখ করে নেয়ার চেস্টা করে। বোনাস পেয়ে পয়েন্টের খাতা খোলে বাংলাদেশ। এরপর সংগ্রহ করে আরেকটি পয়েন্ট। তবে টানা প্রতিআক্রমন চালিয়ে ২ পয়েন্ট সংগ্রহের মাধ্যমে দ্রুতই সমতায় ফিরে চাইনিজ তাইপে।

মিজানুর রহমান রেইড দিয়ে সফল হলে আবারও লিড নেয় স্বাগতিকরা (৩-২)। যদিও পাল্লা দিয়ে আবারো সমতায় ফিরে তাইপে। পরক্ষনে এগিয়েও যায় (৫-৪)। একপর্যায়ে ১০-৯ পয়েন্টে পিছিয়ে পড়ার পর ১০-১০ এ সমতায় ফিরে স্বাগতিকরা। ম্যাচের ১৪তম মিনিটে তাইপেকে প্রথমবারের মতো অলআউট করে বাংলাদেশ। এতে ১৪-১০ পয়েন্টে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত ২০-১৪ পয়েন্টে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে তুহিনের রেইডে লোনা ও বোনাস মিলিয়ে ৪ পয়েন্ট পেয়ে বাংলাদেশ স্কোরলাইন ২৪-১৪ পয়েন্টে পৌঁছে। তুহিনের রেইডে তৃতীয় লোনাও পেয়ে যায় বাংলাদেশ (৩৭-২১)। এতেই জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। বাকি সময়ে  দুটো লোনার পয়েন্ট নিয়েও তাইপের সমতায় ফেরা সম্ভব ছিলনা। শেষ পর্যন্ত ৪২-২৮ পয়েন্টে নির্ধারিত হয় ম্যাচের ফলাফল।

ফাইনাল শেষে বিজয়ী বাংলাদেশ দলের হাতে শিরোপা তুলে দেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। চাইনিজ তাইপের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023