Sports

ঢাকায় মার্টিনেজ : আবারও এসে বাংলাদেশের সঙ্গে খেলতে চান মার্টিনেজের বাংলাদেশ সফর
সংগৃহিত ঢাকায় ভক্তদের মাঝে মার্টিনেজ

ঢাকায় মার্টিনেজ : আবারও এসে বাংলাদেশের সঙ্গে খেলতে চান

Bangladesh Live News | @banglalivenews | 03 Jul 2023, 10:48 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩ জুলাই ২০২৩: ঢাকা এসে মাত্র ১১ ঘণ্টা অবস্থান করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সংক্ষিপ্ত এই সফরে তিনি এ দেশের আর্জেন্টাইন সমর্থকদের কোনো উন্মাদনাই দেখতে পাচ্ছেন না। কারণ, তার সঙ্গে সাধারণ মানুষের কোনো অনুষ্ঠানই রাখা হয়নি সফরসূচিতে।

যে কারণে কিছুটা মন খারাপ আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষকের। তিনি বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কথা দিয়েছেন, আবারও বাংলাদেশে আসবেন পুরো আর্জেন্টিনা দলকে সঙ্গে নিয়ে এবং বাংলাদেশ দলের বিপক্ষে ফুটবল ম্যাচও খেলতে চান।

মার্টিনেজকে ঢাকায় আনার ক্ষেত্রে স্পন্সর করে ফান্ডেডনেক্সট নামে একটি আইটি প্রতিষ্ঠান। প্রগতি সরণিতে এই প্রতিষ্ঠানের অফিস পরিদর্শন করেন লিওনেল মেসির এই সতীর্থ। সেখানে কিছুক্ষণ অবস্থান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আইসিটি প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এমিলিয়ানো মার্টিনেজকে একটি বাজপাখির প্রতিকৃতি (গোলপোস্টে ক্ষিপ্রতার জন্য বাংলাদেশে বাজপাখি নামেই পরিচিত মার্টিনেজ), একটি নৌকা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দেওয়া হয়।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাংলাদেশের মানুষ যে মার্টিনেজকে বাজপাখি হিসেবে জানে তা আর্জেন্টাইন এই গোলরক্ষকও জানেন। এ কারণে ঢাকায় এসে বাজপাখি শব্দটা মুখস্ত করে নেন তিনি। বাজপাখি, নৌকা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার পেয়ে খুব খুশি হয়েছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।’

বাংলাদেশে আবারও আসতে চান মার্টিনেজ। আড্ডাচ্ছলে এ কথাই জুনাইদ আহমেদ পলককে বলেছেন তিনি। আইসিটি প্রতিমন্ত্রী নিজেই সাংবাদিকদের জানিয়েছেন এ তথ্য। তিনি বলেন, ‘মার্টিনেজ বলেছেন, তিনি আবার বাংলাদেশ আসতে চান। একা নয়, এবার সঙ্গে পুরো আর্জেন্টিনা দলকে নিয়েই আসতে চান। ঢাকায় এসে খেলতে চান বাংলাদেশ দলের সঙ্গে।’

সর্বশেষ শিরোনাম

আচরণবিধি লঙ্ঘন: দুঃখ প্রকাশ করলেন সাকিব Sat, Dec 02 2023

টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ Tue, Nov 28 2023

ক্রীড়াঙ্গনের যারা পেলেন নৌকার টিকিট Tue, Nov 28 2023

প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করলেন তামিম Fri, Nov 24 2023

ওবায়দুল কাদেরের সঙ্গে সাকিব আল হাসানের সাক্ষাৎ Fri, Nov 24 2023

নতুন শিক্ষাক্রমে বেশি গুরুত্ব পেয়েছে খেলাধুলা: শিক্ষামন্ত্রী Wed, Nov 08 2023

আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে: রোনালদিনহোকে প্রধানমন্ত্রী Thu, Oct 19 2023

বিশ্বকাপে অংশ নিতে ভারত গেছে বাংলাদেশ ক্রিকেট দল Thu, Sep 28 2023

রাতেই লাহোর যাচ্ছেন লিটন Mon, Sep 04 2023

লঙ্কানদের কাছে হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের Fri, Sep 01 2023