Sports

মনে হয় আমরা অনেকদূর যেতে পারবো: সাকিব এশিয়া কাপ
সংগৃহিত শেরে বাংলার প্রেস বক্সে সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান

মনে হয় আমরা অনেকদূর যেতে পারবো: সাকিব

Bangladesh Live News | @banglalivenews | 27 Aug 2023, 12:17 am

ক্রিড়া প্রতিবেদক, ঢাকা, ২৬ আগস্ট ২০২৩: ৩০ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। হাতে মাত্র তিনদিন। দেশের মাটিতে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতিপর্ব শেষ। রোববার কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম বাংলাদেশ। তার আগে আজ শনিবার শেরে বাংলার প্রেস বক্সে সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সংবাদ সম্মেলনে সাকিব জানান, আলাদা কোনো লক্ষ্য নেই, ম্যাচ বাই ম্যাচ এগোতে চান তারা। আপাতত বিশ্বকাপ নয়, ভাবছেন শুধু এশিয়া কাপ নিয়ে। প্রস্তুতি কেমন হলো? এমন প্রশ্নে সাকিব বলেন, ‘সবার খুব ভালো প্রস্তুতি হয়েছে। এবাদতের ইনজুরি কিছুটা সেটব্যাক। কারণ সে আমাদের দলের গুরুত্বপূর্ণ বোলার। তারপরও যে ধরনের প্রস্তুতি এবং যে স্কোয়াড হয়েছে, মনে হয় অনেকদূর যেতে পারবো। আমরা একটা একটা ম্যাচ করে এগোতে চাই।’

বাংলাদেশ এর আগে এশিয়া কাপে তিনবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি একবারও। গত আসরে টি-টোয়েন্টি ফরম্যাটে একটি ম্যাচও জিততে পারেনি। এবার ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ। কেমন করতে পারে দল?

সাকিব মনে করেন না, এশিয়া কাপে ভালো বা খারাপ করলেই সবকিছু শেষ হয়ে যাবে। বরাবরের মতো নির্ভার থেকে পারফর্ম করার মন্ত্র সাকিবের।

টাইগার অধিনায়ক বলেন, ‘আমাদের পরিকল্পনা-প্রস্তুতি সবকিছুই এখন এশিয়া কাপ নিয়ে। আরও ছোট করে বললে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে (গ্রুপপর্বে)। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।’

এশিয়া কাপে ভালো করতে পারলে সেটা বিশ্বকাপে বাড়তি আত্মবিশ্বাস দেবে কি না? সাকিবের জবাব, ‘এমন না যে এশিয়া কাপে খারাপ করলে সব আশা শেষ হয়ে যাবে বা ভালো করলে বিশ্বকাপে আমরা অনেক ভালো করে ফেলবো। তবে এশিয়া কাপটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা সেভাবেই ভাবছি।’

২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তরুণ সাকিব। এখন তিনি অনেকটাই পরিণত, বয়সও বেড়েছে। সেই অধিনায়ক সাকিব আর এই অধিনায়ক সাকিবের মধ্যে পার্থক্য কতটা এবং এবার দল বিশ্বকাপে কেমন করতে পারে বলে মনে করছেন টাইগার অধিনায়ক।

সাকিব দল নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘আগেরবারের চেয়ে এবারের দলটা বেটার। বড় টুর্নামেন্টে জিততে হলে প্রতিটি ম্যাচ নিয়েই চিন্তা করতে হয়। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে আগাবো।’

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023