Sports

সাফ ফুটবলঃ তীরে তরী ডুবল বাংলাদেশের

সাফ ফুটবলঃ তীরে তরী ডুবল বাংলাদেশের

| | 04 Sep 2013, 12:34 pm
ঢাকা, সেপ্টেম্বর 8 : অন্তিম সময় পর্যন্ত এগিয়ে থেকেও সাফ গেমস চ্যাম্পিয়নশিপের ফুটবলে ভারতের বিরুদ্ধে নিশ্চিত জয় হাতছাড়া হওয়ার হতাশায় ডুবল বাংলাদেশ।

 প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে গ্রুপ \'এ\' ম্যাচে ৮৩ মিনিটে কর্নার কিক থেকে আতিকুর রহমান মেশুর করা গোলে এগিয়ে গিয়ে আগের ম্যাচে নেপালের বিরুদ্ধে খারাপ খেলার স্মৃতি মুছে পুরো পয়েন্ট নিয়ে ঘরে ফেরার আশায় বুক বেঁধেছিলেন বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু খেলা শেষের মাত্রই কয়েক সেকেন্ড আগে পেনাল্টি বক্সের ঠিক বাইরে করা একটি ফাউলের ফলে ফ্রি কিক থেকে গোল শোধ করে সেই আশায় জল ঢেলে দিলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।

 
দু\'হাজার তিন সালের সাফ গেমসের ফুটবল সেমি ফাইনালে ভারতের বিরুদ্ধে এই টুর্নামেন্টে এ\'পর্যন্ত একমাত্র জয় পাওয়া বাংলাদেশ এদিন সেই স্মৃতি প্রায় ফিরিয়ে এনেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত শেষ পর্যন্ত হারিয়ে যেতে হল তাদের। 
 
দুই ডাচ কোচের অধীনে খেলা দুই প্রতিদ্বন্দ্বী দল এদিন একই স্টাইলে খেললেও ভারত কিন্তু শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিয়ে নেয় এবং প্রথমার্ধেই গোল করার মত কয়েকটি সুযোগ তৈরি করে। দ্বিতীয়ার্ধেও ফর্মে থাকা ভারতের মিডফিল্ডার মেহতাব হোসেন গোল প্রায় করে ফেলেছিলেন, কিন্তু তাঁর শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
 
ভারতীয় আক্রমণের মুখে পড়েও অবশ্য বাংলাদেশের রক্ষণভাগ এদিন যথেষ্ট ভাল খেলে শক্তিশালী দলের বিরুদ্ধে অবস্থা সামাল দেওয়ার ক্ষমতা দেখিয়েছে।
 
জাতীয় কোচ লোডেউইক ক্রুইফ এদিন দলে তিনটি পরিবর্তন করেন। আরিফুল ইসলাম, জাহিদ হোসেণ এবং ওয়াহেদ আহমেদকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে তিনি খেলান সোহেল রানা, ওমর ফারুক বাবু এবং মোবারেক হোসেন ভুঁইয়াকে।
 
দ্বিতীয়ার্ধে ওয়ালি ফয়জলের পরিবর্ত হিসেবে রায়হান হাসান মাঠে নামার পর বাংলাদেশ ভারতের থেকে ভাল খেলতে শুরু করে।দুই উইংগার, মোবারক এবং তোকলিস আহমেদ ঘন ঘন আক্রমণে উঠে ভারতকে চাপে ফেলে দেন, কিন্তু একমাত্র স্ট্রাইকার জাহিদ হাসান আমেলি শেষ পর্যন্ত আর প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে উঠতে পারেননি। খেলার ৫৩ মিনিটে ভারতীয় গোলের মুখে তোলা মোবারকের ক্রসে আমেলি মাথা ছোঁয়ালেও তা গোলকিপার সুব্রত পাল সহজেই তালুবন্দী করে ফেলেন। এর পরে ৭০ মিনিটের মাথায় প্রতিআক্রমণ থেকে বাংলাদেশ একটি ভাল সুযোগ পায়। ডান দিক থেকে দৌড়ান মোবারক কয়েকজন ডিফেন্ডারকে ড্রিবল করে বক্সের ভিতরে ঢুকে যান, কিন্তু তাঁর পাঠান ক্রস বিপদমুক্ত করে দেন গৌরমাঙ্গি সিং।
 
খেলার ৮২ মিনিটে বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম মাঠে নামার এক মিনিট পরেই তাঁর করা কর্নার কিক থেকে ছিটকে আসা বল ভারতের জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন মেশু।
 
কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য আর প্রশ্নযোগ্য রেফারিং-য়ের জন্য শেষ হাসি হাসা হলনা বাংলাদেশের।
 
ভারতের সাথে খেলা ড্র করার ফলে দুই ম্যাচ থেকে এ পর্যন্ত মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে সেমি ফাইনালে যাওয়ার ক্ষীণ আশায় ভর করে আছে বাংলাদেশ।দিনের আর একটি ম্যাচে  ৯২ মিনিটে পাকিস্তানের বিরুদ্ধে গোল শোধ করে এবং খেলা অমীমাংসিত রেখে যে পরিস্থিতির সৃষ্টি করল নেপাল, তাতে গ্রুপ \'এ\' থেকে যে কোন দলেরই সেমি ফাইনালে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।শেষ চারে যেতে গেলে বাংলাদেশকে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেতে হবে, আর তাকিয়ে থাকতে হবে ভারত-নেপাল ম্যাচের ফল কী হয়, তার দিকে।