Sports

এশিয়া কাপে জয় দিয়ে শুরু ভারতেরও এশিয়া কাপ
উইকিপিডিয়া কমন্স

এশিয়া কাপে জয় দিয়ে শুরু ভারতেরও

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 02 Oct 2022, 07:09 pm

ঢাকা, ২ অক্টোবর ২০২২ : শিরোপা পুনরুদ্ধারের মিশনে এশিয়া কাপ খেলতে এসেছে ভারতীয় নারী ক্রিকেট দল। সিলেটে শনিবার থেকে শুরু হওয়ার আসরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়েছে এশিয়া কাপের গত আসরের রানার্সআপরা।

এর আগে উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশও।

সিলেটের আউটার স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৫০ রান। জবাবে শুরুটা আশা জাগানিয়া হলেও ১৮.২ ওভারে ১০৯ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। যার সুবাদে ৪১ রানের সহজ জয় পেয়েছে হারমানপ্রিত কৌরের দল।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে হতাশ করেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা (৬) ও শেফালি ভার্মা (১০)। তবে তৃতীয় উইকেট জুটিতে দলকে সঠিক পথে ফেরান অধিনায়ক হারমানপ্রিত ও ম্যাচসেরার পুরস্কার জেতা ডানহাতি ব্যাটার জেমাইমা রদ্রিগেজ।

দুজন মিলে মাত্র ১১.৪ ওভারে গড়েন ৯২ রানের জুটি। হারমানের ব্যাট থেকে আসে ৩০ বলে ৩৩ রান। তবে ফিফটি পেরিয়ে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন জেমাইমা। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা এ টপঅর্ডার ব্যাটার করেন ৫৩ বলে ৭৬ রান। যেখানে ছিল ১১ চারের সঙ্গে একটি ছক্কা। শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট নেন ওশাদি রানাসিংহে।

পরে রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে'র ৬ ওভারে ৪৩ রান তুলে নিয়ে ইতিবাচক শুরু করে শ্রীলঙ্কা। কিন্তু কেউই বড় ইনিংস খেলতে না পারায় ক্রমেই পিছিয়ে পড়ে তারা। সর্বোচ্চ ৩০ রান করেন হাসিনি পেরেরা। এছাড়া হারশিতা সামারাবিক্রম করেন ২৬ রান।

সোমবার মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে ভারত। পরদিন থাইল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ।

সর্বশেষ শিরোনাম

আচরণবিধি লঙ্ঘন: দুঃখ প্রকাশ করলেন সাকিব Sat, Dec 02 2023

টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ Tue, Nov 28 2023

ক্রীড়াঙ্গনের যারা পেলেন নৌকার টিকিট Tue, Nov 28 2023

প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করলেন তামিম Fri, Nov 24 2023

ওবায়দুল কাদেরের সঙ্গে সাকিব আল হাসানের সাক্ষাৎ Fri, Nov 24 2023

নতুন শিক্ষাক্রমে বেশি গুরুত্ব পেয়েছে খেলাধুলা: শিক্ষামন্ত্রী Wed, Nov 08 2023

আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে: রোনালদিনহোকে প্রধানমন্ত্রী Thu, Oct 19 2023

বিশ্বকাপে অংশ নিতে ভারত গেছে বাংলাদেশ ক্রিকেট দল Thu, Sep 28 2023

রাতেই লাহোর যাচ্ছেন লিটন Mon, Sep 04 2023

লঙ্কানদের কাছে হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের Fri, Sep 01 2023