Sports

সাকিব-লিটনদের আইপিএলে খেলতে ছাড়পত্র দেয়ার পক্ষে মাশরাফি মাশরাফি বিন মর্তুজা
ফাইল ছবি/ফেসবুক/মাশরাফি বিন মর্তুজা

সাকিব-লিটনদের আইপিএলে খেলতে ছাড়পত্র দেয়ার পক্ষে মাশরাফি

Bangladesh Live News | @banglalivenews | 28 Mar 2023, 06:28 pm

ক্রিড়া প্রতিবেদক,ঢাকা, ২৮ মার্চ ২০২৩ : সাকিব আল হাসান, লিটন দাস ও মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার এনওসি (ছাড়পত্র) দেয়ার পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

অপরদিকে দেরি করার পক্ষে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের কথা শুনে মনে হচ্ছে, আয়ারল্যান্ডের সাথে ঢাকা টেস্ট শেষ হওয়ার আগে সাকিবদের আইপিএল খেলার অনুমতি মিলবে না।

তার মানে সাকিব, লিটন ও মোস্তাফিজ শুরুর দিকে আইপিএলে খেলতে পারবেন না। ফলে শুরুর ম্যাচগুলোতে তাদের বিকল্প ভাবতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর।

আইরিশদের মতো খর্বশক্তির দলের বিপক্ষে টেস্ট খেলার জন্য সাকিবদের আটকে রাখা কতটা যৌক্তিক? অনেকেই মনে করছেন, এই টেস্ট না খেলে আইপিএলে খেললেও বরং স্কিল উন্নত হবে সাকিব-লিটনদের। একইরকম ভাবনা জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। তিনি চান, সাকিবরা আইরিশদের সাথে টেস্ট না খেলে আইপিএল খেলুন। ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি দেওয়া উচিত বোর্ডের, এমনটাই মত তার।

সোমবার বিকেএসপি মাঠে মোহামেডানের বিপক্ষে খেলা শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে মাশরাফি বলেন, ‘এ ব্যাপারে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। অন্য দেশের কোনো ক্রিকেট বোর্ডই তাদের ক্রিকেটারদের আইপিএল খেলতে বাধা দেয়নি।’

মাশরাফি যোগ করেন, ‘তারা যদি যেতে চায়, তাহলে খেলতে যেতে দেওয়া উচিত। তাদের জায়গায় অন্যরা সুযোগ পাবে। আমরা অনেক প্লেয়ারকে চেঞ্জ করে খেলাচ্ছি। আয়ারল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ সেখানে তাদের বিকল্প খেলোয়াড় খেলানো যেতে পারে।’

বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মনে করছেন, অন্ততপক্ষে সাকিব-লিটনদের মতামতটা জানতে চাওয়া উচিত। তারা আসলে কী চান।

মাশরাফির ভাষায়, ‘আমি বলছি না যে, সাকিবদের যেতেই দিতে হবে। সবচেয়ে ভালো হয় সাকিব, লিটন ও মোস্তাফিজের সাথে বোর্ড কর্তারা বসে কথা বললে। তাহলেই বোঝা যাবে আসলে ক্রিকেটাররা কী চান।’

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023