Sports

আবারও বিসিবি সভাপতি পাপন বিসিবি সভাপতি
ইউটিউব থেকে স্ক্রিনগ্র্যাব নবনির্বাচিত সভাপতি পাপনকে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মীরা

আবারও বিসিবি সভাপতি পাপন

Bangladesh Live News | @banglalivenews | 08 Oct 2021, 01:22 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৮ অক্টোবর ২০২১: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পর্ষদ নির্বাচনে আবারও চার বছরের জন্য বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুর হাসান পাপন। নির্বাচন করে আসা ২৩ ও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত দুজন- মোট যে ২৫ জন এবার বোর্ড পরিচালক হয়েছেন, তাদের মধ্যে সর্বজন গ্রহণযোগ্যতা পাপনেরই অনেক বেশি। তাই তিনি যে আবারও বোর্ড প্রধান হচ্ছেন- সেটা একরকম নিশ্চিতই ছিল।

কারণ পাপনের নেতৃত্ব ক্ষমতা, ব্যক্তিত্ব, বয়সে বড় ও ছোটদের সঙ্গে মানিয়ে নিয়ে বোর্ডের কার্যক্রম পরিচালনা এবং সর্বোপরি রাষ্ট্র ও সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ রক্ষা, সেখানে ব্যক্তিগত ইমেজ তৈরি এবং গ্রহণযোগ্যতা বাকি বোর্ড পচিালকদের চেয়ে অনেক বেশি।

বুধবার রাতে নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণার পর ব্যক্তিগত আলাপচারিতায় কয়েকজন পরিচালক বলেও ফেলেছিলেন যে, আবারও বোর্ড প্রধান হবেন পাপন। নাজমুল হাসান পাপনকে আবারও সভাপতি করার ব্যাপারে এই বোর্ডের সব পরিচালকই ছিলেন একমত। হয়েছেও তাই।

বৃহষ্পতিবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার পরে শুরু হওয়া বোর্ড পরিচালক পর্ষদের সভায় আগামী ৪ বছরের জন্য বোর্ড সভাপতি নির্বাচিত হন পাপন। ২০১২ সালে আ হ ম মুস্তফা কামালের মেয়াদকাল শেষ হওয়ার পর প্রথমে ৮ মাসের জন্য খণ্ডকালীন বিসিবি সভাপতি হয়েছিলেন নাজমুল হাসান পাপন। এরপর এবার নিয়ে নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মত বোর্ড সভাপতির দায়িত্ব পেলেন পাপন।

বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে পাপন। ছবি: ইউটিউব থেকে স্ক্রিনগ্র্যাববিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে পাপন। ছবি: ইউটিউব থেকে স্ক্রিনগ্র্যাব

বেশ কয়েকজন পরিচালক নিশ্চিত করেছেন, চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসা আ জ ম নাসির পরবর্তী ৪ বছরের জন্য বোর্ডপ্রধান হিসেবে নাজমুল হাসান পাপনের নাম প্রস্তাব করেন।

এই পরিচালক পর্ষদের সবচেয়ে সিনিয়র সদস্য এনায়েত হোসেন সিরাজ এবং গাজী গোলাম মুর্তজা পাপ্পা আনুষ্ঠানিকভাবে সে প্রস্তাব সমর্থন করেন। একই সঙ্গে বোর্ডের সকল সদস্যই পাপনের নাম উচ্চারণ করেন। আর তারই সাথে পুনরায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন পাপন।

জানা গেছে, নতুন সভাপতি হওয়ার পর তিনি পরিচালকদের উদ্দেশ্যে একটি নাতীদীর্ঘ বক্তৃতা প্রদান করেন। সেখানে আগামী ৪ বছরের লক্ষ্য পরিকল্পনার কথাও জানান নতুন বিসিবি বিগ বস।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023