Sports

দুবাই গিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন সাকিব
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৬ মার্চ ২০২৩: দেশে সর্বাধিক চাঞ্চল্যকর খবরটি হচ্ছে- পুলিশ হত্যা মামলার আসামির দোকান উদ্বোধনে দুবাই গেছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। বলিউড অভিনেতা সলমন খানের মত সাকিবেরও আর এক নাম- বিতর্ক খান। কিছুদিন পর পর তিনি বিতর্কে জড়ান। সেই সংগে দুবাইয়ে সোনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মঞ্চ মাতিয়েছেন দেশের আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সোনার দোকানের মালিক আরাভ খান হচ্ছেন- পুলিশের পরিদর্শক পদমর্যাদার এক সদস্য হত্যা মামলার পলাতক আসামি। সেই আরাভ খানের সোনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তাকে পুলশের তরফে সতর্ক করা হলেও তিনি উপেক্ষা করনে। বিষয়টিকে ভালো চোখে দেখছেনা পুলিশ প্রশাসন। এ বিষয়ে সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন গোয়েন্দা পুলিশ প্রধান হারুন উর রশিদ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে (৩৪) খুন করে লাশ পুড়িয়ে দেয়া হয়। সেই হত্যা মামলার ৬ নম্বর আসামি আরাভ খান।
হত্যা মামলার সাজা থেকে বাঁচতে আবু ইউসুফ লিমন নামে এক তরুণকে বিকেএসপিতে খেলার সুযোগের প্রলোভন দেখান আরাভ। এই প্রলোভনে পড়ে লিমন আদালতে আরাভের বদলে আত্মসমর্পণ করে। পরে আদালত লিমনকে কারাগারে পাঠায়। এই ফাঁকে আরাভ ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তার সহায়তায় নকল পাসপোর্ট বানিয়ে দেশ ত্যাগ করে দুবাই চলে যায়। পরে এ বিষয়টি জানাজানি হলে লিমনকে আদালত খালাস দেন।
অনুষ্ঠানে হিরো আলম নিজের জেলা বগুড়ার আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন। ‘বগুড়ার পোলা হিরো আলম’ শিরোনামের গান গেয়ে মঞ্চ মাতান তিনি। এর আগে, আরাভ জুয়েলার্স উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তবে উদ্বোধনী মঞ্চে না উঠেই ১০ মিনিটের মধ্যে চলে যান তিনি। ধারণা করা যায় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নেয়া টাকা হালাল হয়েছে মনে হতেই তিনি স্থান ত্যাগ করেন।
অভিযুক্ত আরাভ খান দুবাই যাওয়ার আগে থাকতেন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার অধীন রাজপুর-সোনারপুর পৌরসভার ফরতাবাদ এলাকায়। আসল পরিচয় গোপন করে পাঁচ-ছয় বছর ছিলেন ফরতাবাদ এলাকার উদয় সংঘ ক্লাবের পাশের একটি বস্তিতে।
সেখানে জাকির খানের ভাঙাচোরা বাসার দোতলায় মাসিক ২ হাজার রুপিতে ঘর ভাড়া নিয়ে থাকতেন আরাভ ও তার স্ত্রী সাজেমা নাসরিন। সেখানে থেকে আরাভ ভুয়া ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। সেই পাসপোর্ট দিয়ে দুবাই পালিয়ে যান। এরপর থেকে গত কয়েক বছর দুবাইতেই অবস্থান করছেন আরাভ খান।