Sports

দুবাই গিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন সাকিব সাকিব | দুবাই
সংগৃহিত দুবাইয়ে পলাতক আরাভ খানের সংগে সাকিব

দুবাই গিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন সাকিব

Bangladesh Live News | @banglalivenews | 16 Mar 2023, 09:56 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৬ মার্চ ২০২৩: দেশে সর্বাধিক চাঞ্চল্যকর খবরটি হচ্ছে- পুলিশ হত্যা মামলার আসামির দোকান উদ্বোধনে দুবাই গেছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। বলিউড অভিনেতা সলমন খানের মত সাকিবেরও আর এক নাম- বিতর্ক খান। কিছুদিন পর পর তিনি বিতর্কে জড়ান। সেই সংগে দুবাইয়ে সোনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মঞ্চ মাতিয়েছেন দেশের আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোনার দোকানের মালিক আরাভ খান হচ্ছেন- পুলিশের পরিদর্শক পদমর্যাদার এক সদস্য হত্যা মামলার পলাতক আসামি। সেই আরাভ খানের সোনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তাকে পুলশের তরফে সতর্ক করা হলেও তিনি উপেক্ষা করনে। বিষয়টিকে ভালো চোখে দেখছেনা পুলিশ প্রশাসন। এ বিষয়ে সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন গোয়েন্দা পুলিশ প্রধান হারুন উর রশিদ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে (৩৪) খুন করে লাশ পুড়িয়ে দেয়া হয়। সেই হত্যা মামলার ৬ নম্বর আসামি আরাভ খান।

হত্যা মামলার সাজা থেকে বাঁচতে আবু ইউসুফ লিমন নামে এক তরুণকে বিকেএসপিতে খেলার সুযোগের প্রলোভন দেখান আরাভ। এই প্রলোভনে পড়ে লিমন আদালতে আরাভের বদলে আত্মসমর্পণ করে। পরে আদালত লিমনকে কারাগারে পাঠায়। এই ফাঁকে আরাভ ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তার সহায়তায় নকল পাসপোর্ট বানিয়ে দেশ ত্যাগ করে দুবাই চলে যায়। পরে এ বিষয়টি জানাজানি হলে লিমনকে আদালত খালাস দেন।

অনুষ্ঠানে হিরো আলম নিজের জেলা বগুড়ার আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন। ‘বগুড়ার পোলা হিরো আলম’ শিরোনামের গান গেয়ে মঞ্চ মাতান তিনি। এর আগে, আরাভ জুয়েলার্স উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তবে উদ্বোধনী মঞ্চে না উঠেই ১০ মিনিটের মধ্যে চলে যান তিনি। ধারণা করা যায় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নেয়া টাকা হালাল হয়েছে মনে হতেই তিনি স্থান ত্যাগ করেন।

অভিযুক্ত আরাভ খান দুবাই যাওয়ার আগে থাকতেন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার অধীন রাজপুর-সোনারপুর পৌরসভার ফরতাবাদ এলাকায়। আসল পরিচয় গোপন করে পাঁচ-ছয় বছর ছিলেন ফরতাবাদ এলাকার উদয় সংঘ ক্লাবের পাশের একটি বস্তিতে।

সেখানে জাকির খানের ভাঙাচোরা বাসার দোতলায় মাসিক ২ হাজার রুপিতে ঘর ভাড়া নিয়ে থাকতেন আরাভ ও তার স্ত্রী সাজেমা নাসরিন। সেখানে থেকে আরাভ ভুয়া ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। সেই পাসপোর্ট দিয়ে দুবাই পালিয়ে যান। এরপর থেকে গত কয়েক বছর দুবাইতেই অবস্থান করছেন আরাভ খান।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023