Sports

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি স্পন্সরশিপ
সংগৃহিত

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি

Bangladesh Live News | @banglalivenews | 17 Feb 2024, 08:42 am

ঢাকা, ফেব্রুয়ারী ১৭: সাড়ে তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব দাবি করেছে দেশের অন্যতম বৃহৎ মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়ে মোবাইল কোম্পানি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে একটি চুক্তি হয়েছে।

চুক্তি অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত চুক্তির জন্য ৫০ কোটি টাকা পরিশোধ করবে রবি।

"রবিকে আমাদের জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে পেয়ে বিসিবি আনন্দিত। আমরা আশা করি, এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছাবে।

দারাজকে সরিয়ে বাংলাদেশের নতুন স্পন্সর হলো রবি।

গত বছরের ৩০ নভেম্বর দারাজের সঙ্গে বিসিবির আড়াই বছরের চুক্তি শেষ হওয়ার পর নতুন স্পন্সর খুঁজছিল দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

দারাজের আগে ২০১৫ সালে ৪১ কোটি ৪১ লাখ টাকায় বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি করে জাতীয় দলের টাইটেল স্পন্সর ছিল রবি।

২০১৭ সালে তাদের চুক্তি নবায়ন করা হয় যা ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত অব্যাহত থাকার কথা ছিল কিন্তু রবি ২০১৮ সালের আগস্টে স্পন্সরশিপ চুক্তি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেয়।

চুক্তিটি সংক্ষিপ্ত করার অন্যতম প্রধান কারণ তাদের প্রতিদ্বন্দ্বী মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে জাতীয় খেলোয়াড়দের ব্যক্তিগত চুক্তিতে বিশ্বাস করা হয়েছিল।

এবার তারা শর্ত দিয়েছে, অধিনায়ক, সহ-অধিনায়কসহ কোনো খেলোয়াড় অন্য কোনো মোবাইল কোম্পানির সঙ্গে চুক্তি করবেন না।

বিসিবি সিইও আরও বলেন, 'এই মুহূর্তে যারা অন্যান্য টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ তারা এটি চালাতে পারবেন, কিন্তু একবার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তারা আর চুক্তি নবায়ন করতে পারবেন না।

তবে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ছাড়াও অন্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবে এই প্রতিষ্ঠানগুলো। এটি চুক্তির গুরুত্বপূর্ণ দিক এবং আমরা এটি গ্রহণ করেছি। এতে কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না।

জানা গেছে, দারাজের কাছ থেকে বিসিবি যে টাকা পেয়েছে তার চেয়ে স্পন্সরশিপের টাকা কম।

এমনকি রবির আগের চুক্তিও বর্তমান চুক্তির চেয়ে ভালো ছিল।

অন্যান্য দিক বিবেচনায় রবির সঙ্গে চুক্তিকে তাদের জন্য 'ভালো' বলে অভিহিত করেন বিসিবি সিইও।

বর্তমান প্রেক্ষাপট ও অন্যান্য দিক বিবেচনায় আমরা মনে করি, অন্যান্য চুক্তির চেয়ে এটি একটি ভালো চুক্তি। আমরা অন্যান্য স্পনসরদের সাথেও কথা বলেছি যারা একটি চুক্তি স্বাক্ষর করতে ইচ্ছুক ছিল। তবে আমরা যেটা বুঝি, রবির চুক্তি অন্যদের চেয়ে ভালো।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023