Sports

বোর্ড চাইলে মাশরাফিকে সম্মানের সঙ্গে বিদায় দিতে রাজি নির্বাচকরা বিদায়
Tweitter মাশরাফি বিন মর্তুজা (ডান)

বোর্ড চাইলে মাশরাফিকে সম্মানের সঙ্গে বিদায় দিতে রাজি নির্বাচকরা

Bangladesh Live News | @banglalivenews | 24 Jan 2023, 09:55 pm

ক্রিড়া প্রতিবেদক, ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৩: অধিনায়ক হিসেবে তিনি কী পারেন, মাশরাফি বিন মর্তুজার মধ্যে ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল কতটা, তা সবার জানা। মাঝারি মানের সিলেট স্ট্রাইকার্স এবার মাশরাফির নেতৃত্বে দুর্দমনীয় দলে পরিণত হয়েছে। তবে শুধু অধিনায়ক হিসেবে নয়, বোলার মাশরাফিও যে এখনও ফুরিয়ে যাননি, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন নড়াইল এক্সপ্রেস। দীর্ঘ ৮ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে বল হাতে প্রতি ম্যাচেই সাফল্য পাচ্ছেন মাশরাফি। ৬ ম্যাচে তার নামের পাশে ৯ উইকেট।

মাশরাফি টি-টোয়েন্টি ছেড়েছেন ৬ বছর আগে (২০১৭ সালের এপ্রিলে)। এরপর জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েও অবহেলার শিকার হয়েছেন তিনি। তাকে নানা ছলছুতোয় আর জাতীয় দলে নেওয়া হয়নি। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর সুযোগটুকু পাননি মাশরাফি।

মাশরাফিও অভিমান করে এখনও অবসরের ঘোষণা দেননি। কিন্তু ভক্ত ও সমর্থকদের প্রবল ইচ্ছে, মাশরাফিকে অন্তত অবসরের ঘোষণা দেওয়ার একটা মঞ্চ তৈরি করে দেওয়া হোক।

বোর্ড থেকে এখন পর্যন্ত সে ঘোষণা না আসলেও সোমবার অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাকের কণ্ঠে এক নতুন কথা। বিকেলে শেরে বাংলায় সাংবাদিকদের সাথে আলাপে নির্বাচক রাজ্জাকের কথা শুনে মনে হয়েছে, নির্বাচকরা তাকিয়ে বোর্ডের দিকে। যদি বোর্ড সম্মত হয়, তাহলে মাশরাফিসহ আরও কজন ক্রিকেটারকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের সুযোগ দেওয়া হবে।

রাজ্জাক বলেন, ‘এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। এসব স্পেশাল ডিসিশন। যদি বোর্ড এই সিদ্ধান্ত নেয়, আমাদের কোনো আপত্তি নেই এই ব্যাপারে। আমরা চাই খেলোয়াড়রা মাঠ থেকে যেন বিদায় নেয়। দেখতেও ভালো লাগবে, মানুষও খুশি হবে। এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত।’

রাজ্জাক আরো বলেন, ‘বোর্ড এমন সিদ্ধান্ত আমরা সম্মান জানাব। শুধু মাশরাফির ক্ষেত্রে নয়, সবাই। আন্তর্জাতিক ক্রিকেটে যারা অনেক দিন ধরে খেলেছে, সবার ক্ষেত্রে এমন হলেই ভালো। খেলোয়াড়েরও একটা স্মৃতি থাকবে। মাঠ থেকে বিদায় নিলে খারাপ হয় না।’

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023