Sports

জিম্বাবুয়ের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতলো বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট টুইটার পেজ

জিম্বাবুয়ের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতলো বাংলাদেশ

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 31 Oct 2022, 12:00 am

ঢাকা, ৩০অক্টোবর ২০২২ : বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ শেষ ওভারে এতটাই স্নায়ুক্ষয়ী উত্তেজনা তৈরি করেছিলো যে, তা রীতিমত বিস্ময়কর।

শেষ বলে এসে দেখা দেয় চূড়ান্ত নাটকীয়তা। শেষ বলে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। বোলার মোসাদ্দেকে। ব্যাটার মুজারাবানি। ক্রিজ ছেড়ে ব্যাট চালান ব্যাটার। কিন্তু বল মিস করেন। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান স্ট্যাম্পিং করে দিলেন। বিজয়োল্লাসে মেতে ওঠে বাংলাদেশ দল।

উল্লাস শেষে বিজয়ী এবং পরাজিত দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করে। বাংলাদেশ দলের সঙ্গে জিম্বাবুয়ের ক্রিকেটাররাও মাঠ ছেড়ে উঠে যায়। কিন্তু ছোট গল্পের মত ‘শেষ হইয়াও হইলো না শেষ’- বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচের শেষটা তখনও বাকি ছিল। মুজারাবানি আউট হয়েছেন কি না, থার্ড আম্পায়ারকে দেখতে বলেন ফিল্ড আম্পায়াররা। সেখানেই বাধে বিপত্তি। রিপ্লাইতে দেখা যায়, বল স্ট্যাম্পে আসার আগেই বল গ্লাভসে পুরে নেন নুরুল হাসান সোহান।

নিয়ম অনুযায়ী ব্যাটার তো নটআউটই থাকলেন, সঙ্গে বৈধ বল হয়ে গেলো ‘নো’ বল। খেলোয়াড়রা বাউন্ডারি লাইন পার হয়ে গেলো, উইকেট পরিচর্যার জন্য রোলার নিয়ে কর্মীরাও মাঠে প্রবেশ করে ফেলেছে। এ সময় সাইটস্ক্রিনে জ্বলজ্বল করে উঠলো ‘নট আউট’ অ্যান্ড ‘নো বল’।

সুতরাং, বাংলাদেশ দলের ফিল্ডারদের সঙ্গে জিম্বাবুয়ের দুই ব্যাটারকে আবারও মাঠে নামতে হলো শেষ বল খেলার জন্য। একই সঙ্গে জিম্বাবুয়ে ইনিংসের সঙ্গে যোগ হলো এক রান। একই সেঙ্গ ফ্রি-হিট পেলো জিম্বাবুয়ে। কিন্তু বাংলাদেশের সমর্থকদের স্বস্তি দিয়ে শেষ বলটিতে কোনো রান নেয়া থেকে মুজারাবানিকে বিরত রাখতে পারলেন মোসাদ্দেক। ৪ রানের জায়গায় বাংলাদেশ জিতলো তিন রানে। সবচেয়ে বড় কথা, যে কোনোভাবেই হোক- বাংলাদেশ দল দু’বার বিজয়উল্লাস করলো এই ম্যাচে।

এর আগে ব্রিসবেনের দ্য গ্যাবায় টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৭১ রান করেন নাজমুল হোসেন শান্ত। আফিফ হোসেন করেন ২৯ এবং সাকিব আল হাসান করেন ২৩ রান।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023