Sports

বিশ্বসেরাদের ধবল ধোলাই টি-টোয়েন্টি সিরিজ
twitter.com/ICC ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর বাংলাদেশ দল

বিশ্বসেরাদের ধবল ধোলাই

Bangladesh Live News | @banglalivenews | 14 Mar 2023, 11:00 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৪ মার্চ ২০২৩: ইংরেজদের কথা হলেই পলাশীর যুদ্ধের কথা মনে পড়ে। নানা চক্রান্ত, ষড়যন্ত্র ও প্রতারণা এবং নবাব সিরাউদ্দৌলাকে বোকা বানিয়ে সেদিন তারা যুদ্ধে জয়লাভ করেছিল। সেই থেকে ইংরেজদের আর এক নাম কুটবুদ্ধির মহানায়ক। ছলে বলে কলে কৌশলে জয়লাভ করায় তাদেই জুড়ি নেই। তাই তাদের বাংলার মাটিতে শুইয়ে বাংলার দামাল ছেলেরা যখন চুনকাম করে দেয় তখন বাঙালি মাত্রই কিঞ্চিত পুলকিত হওয়ায়ই স্বাভাবিক।

আজ মঙ্গলবার রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ধবল-ধোলাই করেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের ১৬ রানে হারিয়ে বাংলাওয়াশের স্বাদ দিল টাইগাররা। যে কোনো ফরম্যাটের ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে প্রথমবার এমন কীর্তি গড়ল বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই সল্টকে শূন্য রানে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন অভিষিক্ত তানভীর ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম উইকেট।

অবশ্য ৫ রানে সল্টকে হারানোর পর মালান-বাটলারের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। বিশেষ করে ডেভিড মালান এদিন শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেছেন। দ্বিতীয় উইকেটে জস বাটলারকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন পঞ্চাশ রানের জুটিতে দলকে জয়ের পথেই রাখেন এই ওপেনার।

প্রথম দুই ম্যাচে ব্যর্থ মালান সিরিজের শেষ ম্যাচে এসে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। ৪৩ বল খেলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন তিনি। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৫৩ রান করে মুস্তাফিজের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েন তিনি।

মালান ফেরার পরের বলেই রান আউটে কাটা পড়েন বাটলার। ইংলিশ অধিনায়ক সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪০ রান। একই ওভারে দুই সেট ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে আবারও ম্যাচে ফেরে বাংলাদেশ। বিপরীতে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ইংল্যান্ড।

এরপর মঈন আলিকেও বেশিক্ষণ টিকতে দেননি তাসকিন আহমেদ। ৯ রান করা এই অলরাউন্ডারকে মিরাজের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান এই পেসার। একই ওভারের শেষ বলে বেন ডাকেটকে বোল্ড করেন তাসকিন। এর ফলে ২ উইকেটে ১০০ থেকে ১২৩ এ পৌঁছাতে আরও তিন উইকেট হারায় ইংল্যান্ড।

শেষ ৩ ওভারে জয়ের জন্য ৩১ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। ১৮তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই স্যাম কারানকে ফেরান বাংলাদেশ অধিনায়ক। এরপর লেগের সারির ব্যাটাররা চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান তুলে ইংল্যান্ড।