Sports

আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে: রোনালদিনহোকে প্রধানমন্ত্রী রোনালদিনহো
ছবি: পিআইডি

আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে: রোনালদিনহোকে প্রধানমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 19 Oct 2023, 02:13 pm

ক্রিড়া প্রতিবেদক, ঢাকা, ১৯ অক্টোবর ২০২৩ : ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদিনহো এখন ঢাকায়। এরই মধ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় রোনালদিনহোকে প্রধানমন্ত্রী বলেন, আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।

অপরদিকে রোনালদিনহো ক্রীড়াক্ষেত্রে অসামান্য উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন ও নারীদের ফুটবলে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

বধবার সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ হয়। এর আগে বিকেলে ঢাকায় পৌঁছান বিশ্বনন্দিত ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহো। কলকাতা সফর শেষে তিনি ঢাকায় আসেন। ছিলেন ৬-৭ ঘণ্টার মতো। ঢাকা থেকেই তিনি ফিরে যান নিজ দেশে।