Travel

দ্বিতীয় দিনে সৌদি পৌঁছেছেন ৩৪৬৯ হজযাত্রী হজ
ছবি: সংগৃহিত

দ্বিতীয় দিনে সৌদি পৌঁছেছেন ৩৪৬৯ হজযাত্রী

Bangladesh Live News | @banglalivenews | 23 May 2023, 12:31 pm

ঢাকা, ২৩ মে ২০২৩ : রাজধানীর আশকোনা হজ ক্যাম্প এখন হজ গমনেচ্ছুদের পদচারণায় মুখর। সকাল থেকে প্রতিটি ফ্লাইটই যথাসময়ে যাত্রী নিয়ে ছেড়ে গেছে। এবার হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হজযাত্রীরা বেশ সন্তুষ্ট। হজযাত্রার প্রথম দিন ভিসা জটিলতায় আটকে যাওয়া ১৪০ জন যাত্রীর ভিসা হওয়ায় তারাও সোমবার বিকেল ৫টা ২০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

হজ অফিস সূত্র জানায়, হজযাত্রার প্রথম দিন রোববার ভোর থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত ৯টি ফ্লাইটে ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বাংলাদেশ বিমানের ৭টি ফ্লাইটে ২ হাজার ৭০৯ জন ও দুটি বেসরকারি ফ্লাইটে ৭৬০ জন হজযাত্রী সৌদি পৌঁছান।

সোমবার হজযাত্রার দ্বিতীয় দিনে ৭টি ফ্লাইট পরিচালনা হবে। এরমধ্যে বাংলাদেশ বিমানের ৫টি ও দুটি বেসরকারি ফ্লাইটে প্রায় ২ হাজার ৫১১ জন হজযাত্রী পবিত্র মক্কা নগরীতে পৌঁছানোর কথা রয়েছে।

আশকোনা হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করলেও ফ্লাইট নিশ্চিত হলেও এখনো ভিসা ও টিকিট পাননি অনেকে। প্রথম দিনে ১৪০ হজযাত্রীর ভিসা না পাওয়ায় অনেকের মধ্যে দুশ্চিন্তা ছাপ দেখা গেছে। আবার শুরুতে সরকারি ব্যবস্থাপনায় খাবারের খরচ অন্তর্ভুক্ত থাকলেও এখন জানানো হচ্ছে, এ খরচ ব্যক্তিগত। খাবারের জন্য বরাদ্দের টাকা হজযাত্রীদের ব্যাংক হিসাবে ফেরত পাঠানো হবে। এ নিয়েও হজযাত্রীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

গত শনিবার দিনগত রাত (রোববার ভোর) ৩টা ২০ মিনিটে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়ে। প্রথম ফ্লাইটে ৪১৫ হজযাত্রী সৌদি আরব পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের হজ ফ্লাইট বিজি-৩০০১-এ এসব হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।