Travel

আন্তর্জাতিক পর্যটন মেলায় ভারত ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ বিটিটিএফ
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক পর্যটন মেলায় ভারত ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ

Bangladesh Live News | @banglalivenews | 04 Mar 2023, 01:18 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৪ মার্চ ২০২৩ : রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১১তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। আগামী ৪ মার্চ পর্যন্তআন্তর্জাতিক এ পর্যটন মেলায় ভারত ভ্রমণের দারুণ সব প্যাকেজ এনেছে বিভিন্ন ট্রাভেল প্রতিষ্ঠানগুলো।

শুক্রবার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে স্টল নেওয়া অনেক প্রতিষ্ঠানই ভারত ভ্রমণের বিভিন্ন প্যাকেজ রেখেছে।

মেলায় আরএমকে হলিডেস নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা জহির আহমেদ হেলাল জানান, ভারত ভ্রমণের জন্য আমাদের কাছে বেশ কিছু সাশ্রয়ী প্যাকেজ রয়েছে। মেলায় আগতদের অনেকেই আগ্রহী ভারত ভ্রমণের বিভিন্ন প্যাকেজ নিয়ে। এরমধ্যে ছয় দিন পাঁচ রাতের দিল্লি-আগ্রা-জয়পুর-আজমেরির প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৪৫ হাজার ৫০০ টাকা। এরমধ্যে থাকবে ঢাকা-দিল্লি-ঢাকা রিটার্ন এয়ার টিকিট এবং ৩ তারকা হোটেলে থাকার সুযোগসহ ব্রেকফাস্ট ডিনার।

মেলা ঘুরে ভারত ভ্রমণের সম্পর্কে জানা গেছে, সিকিম বাই রোড চার রাত পাঁচ দিনের প্যাকেজের মূল্য ২৫ হাজার ৫০০ টাকা। প্যাকেজে রয়েছে ঢাকা-শিলিগুড়ি রিটার্ন এসি বাস টিকিটসহ প্রতিদিন ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার। দার্জিলিং-কালিম্পং-মিরিক তিন রাত চার দিনের জনপ্রতি ১৮ হাজার ৫০০ টাকা।

এদিকে এ পর্যটন মেলায় বুকিংয়ের মাধ্যমে শ্রীলঙ্কা ও মালদ্বীপের টিকিটে ১৫ শতাংশ ছাড়ের অফার দিয়েছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স।

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে শ্রীলংকান এয়ারলাইন্সের স্টলে আলাপকালে অফারটি সম্পর্কে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক্সিকিউটিভ (রিজার্ভেশন এবং টিকিটিং) সাগর হোসাইন বলেন, মেলা উপলক্ষে আমরা ১৫ শতাংশ ছাড় দিচ্ছি টিকিটে। ঢাকা-কলম্বো-ঢাকার টিকিটের মূল্য ৫০৯ ইউএস ডলার। মেলা চলাকালীন সময়ে কেউ টিকিট বুক করলে এ ১৫ শতাংশ ছাড় পাবেন। তবে এ যাত্রাটি চলতি ৬ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে করতে হবে।