Travel

উদ্বোধন হলো দেশের সবচেয়ে বড় লঞ্চ এমভি সুন্দরবন-১৬
ছবি: সংগৃহিত এমভি সুন্দরবন-১৬

উদ্বোধন হলো দেশের সবচেয়ে বড় লঞ্চ

Bangladesh Live News | @banglalivenews | 17 Nov 2022, 03:15 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৭ নভেম্বর ২০২২ : বরিশাল-ঢাকা নৌরুটে এমভি সুন্দরবন-১৬ নামের একটি বিলাসবহুল লঞ্চ উদ্বোধন হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লঞ্চটির উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ। লঞ্চটি নির্মাণ করেছে দেশের অন্যতম নৌযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুন্দরবন নেভিগেশন কোম্পানি। নৌপথে এ কোম্পানির আরও ১৫টি লঞ্চ চলাচল করছে। তবে সুন্দরবন-১৬ লঞ্চটি আধুনিক সাজসজ্জা, নির্মাণশৈলী ও প্রযুক্তির দিক দিয়ে অন্য লঞ্চগুলোকে ছাড়িয়ে যাবে বলে দাবি মালিকপক্ষের। তাদের দাবি, দেশের সবচেয়ে বেশি যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন ও আকারে বড় নতুন এ লঞ্চটি।

সমুদ্রগামী বড় জাহাজের আদলে তৈরি লঞ্চটিতে যাত্রীদের আকৃষ্ট করতে রাখা হয়েছে নানা ব্যবস্থা। চারতলার লঞ্চটিতে ওঠানামার জন্য রয়েছে ক্যাপসুল লিফট। এছাড়া রিভার সাইট চাইনিজ রেস্টুরেন্ট, অ্যান্ড্রোয়েড টেলিভিশন, কিডস্ জোন, পানির ফোয়ারা, উন্মুক্ত ওয়াইফাই সুবিধাসহ বিনোদনের সব ব্যবস্থা। এছাড়া যাত্রীদের নামাজের জন্য আলাদা স্থান ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য রয়েছে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)। নিরাপত্তার জন্য পুরো নৌযানটিতে সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। একজন কমান্ডার ও ছয়জন সশস্ত্র আনসার সদস্য লঞ্চে যাত্রীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। বয়া ও লাইফ জ্যাকেটসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম রাখা হয়েছে।

লঞ্চ নির্মাণকাজের তদারকিতে থাকা আশিকুর রহমান সাগর জানান, বিশেষজ্ঞ নৌস্থপতির নকশায় ও সমুদ্র পরিবহন অধিদফতরের প্যানেল প্রকৌশলীদের নিবিড় তত্ত্বাবধানে কীর্তনখোলা নদীর তীরে সুন্দরবন নেভিগেশন ডক ইয়ার্ডে লঞ্চটি নির্মিত হয়। লঞ্চের করিডোরে নান্দনিক ডিজাইন করা হয়েছে। জানালার কাচ, কাঠের ব্যবহার, রঙের মাধ্যমে নান্দনিক ডিজাইন করা হয়েছে। ডেকের যাত্রীদের জন্য নিচ তলা ও দোতলায় বিছানো রয়েছে মসৃণ কার্পেট। ডেকের যাত্রীদের বিনোদনের জন্য বেশ কয়েকটি বড় টিভি লাগানো হয়েছে। থাকছে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ও উন্মুক্ত ওয়াইফাই ব্যবস্থা।

তিনি আরও জানান, পাঁচ বছর আগে লঞ্চটি নির্মাণকাজ শুরু হয়। করোনাসহ বিভিন্ন সমস্যার প্রায় দুই বছর নির্মাণকাজ বন্ধ ছিল। সে হিসেবে তিন বছরে গড়ে প্রতিদিন ১০০-১৫০ শ্রমিক নিরলসভাবে কাজ করেছেন। নির্মাণকাজ শেষে পানিতে ভাসানো হয়েছে। ইঞ্জিনসহ যাত্রী পরিবহনে নানা খুঁটিনাটি পরীক্ষা করে দেখা হয়েছে।

সর্বশেষ শিরোনাম

পদ্মা সেতু হয়ে যশোরের পথে ছুটবে দ্রুতগতির ট্রেন Sat, Mar 30 2024

ঈদ উপলক্ষে ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Thu, Mar 14 2024

বগুড়া-সিরাজগঞ্জ রেল প্রকল্প : ঢাকায় যাতায়াতের সময় তিন ঘণ্টা কমবে Thu, Feb 22 2024

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারবাস Sat, Feb 10 2024

অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা Thu, Feb 08 2024

পর্যটক বৃদ্ধিতে বাংলাদেশ-ভারত যৌথ পর্যটন মেলা আয়োজনের উদ্যোগ Wed, Jan 31 2024

৭৮৫ যাত্রী নিয়ে ‘পর্যটক এক্সপ্রেসের’ যাত্রা শুরু Wed, Jan 10 2024

ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা Mon, Dec 25 2023

কক্সবাজার এক্সপ্রেসের প্রথম যাত্রা Sat, Dec 02 2023

বাংলাদেশি পর্যটক টানতে কলকাতায় তোড়জোড়, বসলো সিসি ক্যামেরা Tue, Nov 28 2023