Travel

হজ নিবন্ধনের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো
ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৩: আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হজ নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে সরকার।
বুধবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ সময়ের মধ্যে যারা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের বার্তা পেয়েছেন তারা সবাই হজের জন্য নিবন্ধন করতে পারবেন।
চলতি বছর হজ ভিসার জন্য বায়োমেট্রিক ভিসা ব্যবস্থা, ফিঙ্গারপ্রিন্ট ও সচিত্র পদ্ধতি চালু করতে যাচ্ছে সৌদি সরকার।
এ পদ্ধতিতে ভিসা আবেদন জমা দিতে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নতুন এই ব্যবস্থায় ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই পাসপোর্ট নিজের কাছে রাখতে হবে।
তবে যারা ইতোমধ্যে সরকারের কাছে নিবন্ধন করে আশকোনার হজ অফিসে পাসপোর্ট জমা দিয়েছেন, ভিসা প্রক্রিয়া শুরু হলে তারা সেখানে গিয়ে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন, অথবা সেখান থেকে পাসপোর্ট নিয়ে অন্য যেকোনো কেন্দ্র থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ভিসা প্রক্রিয়া শুরু হলে সংশ্লিষ্ট সকলকে ভিসা জমা কেন্দ্র ও পদ্ধতি সম্পর্কে অবহিত করা হবে।