Travel

বন্যার কারণে ২২ জুন পর্যন্ত বিমানের লন্ডনগামী ফ্লাইট বাতিল বিমান | লন্ডন ফ্লাইট
Steve Lynes/Wikipedia প্রতীকী ছবি

বন্যার কারণে ২২ জুন পর্যন্ত বিমানের লন্ডনগামী ফ্লাইট বাতিল

Bangladesh Live News | @banglalivenews | 18 Jun 2022, 10:37 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ জুন ২০২২: বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি চলে আসায় সিলেট থেকে লন্ডনগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট বন্ধ থাকবে বুধবার (২২ জুন) পর্যন্ত। শনিবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, ফ্লাইটটি শনিবার সকাল ৮টায় ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। সেটি বাতিল করা হয়। এর মধ্যে আবার রোববার (১৯ জুন) ও বুধবার (২২ জুন) বিমানের ঢাকা-সিলেট-লন্ডন ফ্লাইট রয়েছে। সেগুলোও বাতিল হয়েছে।

বেবিচক জানায়, বাতিল করা ফ্লাইটের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) তাহেরা খন্দকার বলেন, পরের ফ্লাইটের বিষয়ে ২১ তারিখে সিদ্ধান্ত হবে।

এর আগে শুক্রবার (১৭ জুন) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে বন্যার পানি চলে আসায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বিমানবন্দরের বিভিন্ন যন্ত্রপাতি বন্যার পানি থেকে রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে এরই মধ্যে বাসা-বাড়ি, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান ডুবে গেছে। ফলে লাখ লাখ মানুষ পড়েছে ভোগান্তিতে। এছাড়া বন্যার কারণে সিলেটের যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে।