Travel

এখনও অবহেলিত পর্যটন শিল্প

এখনও অবহেলিত পর্যটন শিল্প

| | 04 Oct 2013, 05:03 am
বর্তমানে বিশ্বায়নের ফলে পৃথিবীর সব জায়গাতেই পর্যটন একটি অন্যতম দ্রুত প্রসারমান শিল্প হিসেবে দেখা দিয়েছে। শ্রম-নিবিড় এই শিল্পে সারা পৃথিবীতে প্রতি বছর হাজার হাজার কাজের সুযোগ সৃষ্টি হয়। স্থানীয় মানুষদের আয়ের সুযোগ করে দেওয়া পর্যটন দারিদ্র দূরীকরণেও এক বড় হাতিয়ার।

 উনিশশো নিরানব্বই সালে শিল্প হিসেবে স্বীকৃতি পেলেও বাংলাদেশে পর্যটন কখনোই সরকারি আনুকূল্য পায়নি। মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, কাম্বোডিয়া এবং লাওসের মত অনেক দেশ বাংলাদেশের অনেক পরে শুরু করেও আজ পর্যটন শিল্পে অনেক এগিয়ে গিয়েছে।

 
কেন পিছিয়ে বাংলাদেশ ? পর্যটন কেন্দ্রগুলিতে বিশুদ্ধ পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং গ্যাস সংযোগের অপ্রতুলতা এবং অনেক জায়গায় বিমান যোগাযোগের সুবিধা না থাকা সব থেকে বড় কারনগুলির মধ্যে অন্যতম।
 
সব বয়সের পর্যটকদের যাতায়াতের অবাধ সুবিধার জন্য    পর্যটন-উপযোগী পরিকাঠামোর একান্ত প্রয়োজন। 
 
উল্লিখিত সুবিধাগুলি ছাড়াও আরও অনেক কিছু প্রয়োজন। দেশের পর্যটন কেন্দ্রগুলিতে থাকা-খাওয়ার ভালো জায়গা, উন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, শৌচালয়, গাড়ি রাখার জায়গা, যথেষ্ট নিরাপত্তা--এ-সবই অত্যন্ত জরুরী। বস্তুতপক্ষে, পর্যটন কেন্দ্রগুলিতে এই সমস্ত বিষয় মাথায় রেখে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা তৈরি করা দরকার।
 
পর্যটন ক্ষেত্রে যথেষ্ট সংখ্যায় প্রশিক্ষিত কর্মী এবং প্রচারের অভাব আমাদের আরও দু\'টি বড় সমস্যা। ভাল দো-ভাষী অথবা গাইড এবং নিরাপত্তা ব্যবস্থার অভাবের ফলে বিভিন্ন জায়গায় পর্যটকরা না থেকে তাড়াতাড়ি চলে গেছেন, এমন অনেক ঘটনা ঘটেছে। গাইডের পেশাটিকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করা দরকার আমাদের দেশে। প্রতিবেশী ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে বহু মানুষ স্বতঃস্ফুর্তভাবে এই পেশায় যোগ দেন এবং নানারকম সুযোগ-সুবিধা পান। বাংলাদেশেও শিক্ষিত, সপ্রতিভ, জ্ঞানবুদ্ধিসম্পন্ন এবং উৎসাহী তরুণ-তরুণীদের  গাইড অথবা দো-ভাষীর কাজে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করা উচিৎ। বিভিন্ন কার্যকলাপের ভিতর দিয়ে পর্যটকদের ব্যস্ত রাখতে পারলে তবেই তাঁরা পয়সা খরচ করে বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলিতে আসা সার্থক বলে মনে করবেন। 

সর্বশেষ শিরোনাম

পদ্মা সেতু হয়ে যশোরের পথে ছুটবে দ্রুতগতির ট্রেন Sat, Mar 30 2024

ঈদ উপলক্ষে ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Thu, Mar 14 2024

বগুড়া-সিরাজগঞ্জ রেল প্রকল্প : ঢাকায় যাতায়াতের সময় তিন ঘণ্টা কমবে Thu, Feb 22 2024

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারবাস Sat, Feb 10 2024

অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা Thu, Feb 08 2024

পর্যটক বৃদ্ধিতে বাংলাদেশ-ভারত যৌথ পর্যটন মেলা আয়োজনের উদ্যোগ Wed, Jan 31 2024

৭৮৫ যাত্রী নিয়ে ‘পর্যটক এক্সপ্রেসের’ যাত্রা শুরু Wed, Jan 10 2024

ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা Mon, Dec 25 2023

কক্সবাজার এক্সপ্রেসের প্রথম যাত্রা Sat, Dec 02 2023

বাংলাদেশি পর্যটক টানতে কলকাতায় তোড়জোড়, বসলো সিসি ক্যামেরা Tue, Nov 28 2023