Travel

ফের চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস রামসাগর এক্সপ্রেস
সংগৃহিত প্রতীকী ছবি

ফের চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস

Bangladesh Live News | @banglalivenews | 12 Aug 2023, 11:57 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১২ আগস্ট ২০২৩: চলাচল সহজ ও সাশ্রয়ী হওয়ায় গাইবান্ধা-দিনাজপুর রুটের যাত্রীরা একসময় রামসাগর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতেন। ট্রেনটি বোনারপারা গাইবান্ধা, বামনডাঙ্গা, কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুরে চলাচল করতো। অল্প সময়ের মধ্যেই ওই অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে ট্রেনটি। কিন্তু চালুর মাত্র তিন বছরের মাথায় বন্ধ হয়ে যায় রামসাগর এক্সপ্রেস।

তবে আশার খবর হলো, দীর্ঘদিন পর ফের চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস। এ খবরে গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরের যাত্রীরা বেশ খুশি।

শনিবার বিকেলে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহামুদ হাসান রিপন রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। এর আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডির পোস্টে উল্লেখ করেন, আগামী ২৯ আগস্ট রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে বোনারপাড়া স্টেশনে ট্রেনটি ফের চালুর কার্যক্রম উদ্বোধন করবেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, ২০১০ সালের ১২ নভেম্বর গাইবান্ধাসহ উত্তরের জেলাগুলোর লাখো মানুষের চলাচলে আশীর্বাদ হয়ে আসে রামসাগর এক্সপ্রেস। সাঘাটার বোনারপাড়া থেকে প্রতিদিন ভোর ৬টায় ছেড়ে ট্রেনটি গাইবান্ধা ও রংপুর হয়ে দিনাজপুরে পৌঁছাত। এ ট্রেনে রংপুরে চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দাপ্তরিক কাজকর্ম এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে কাজ শেষে সন্ধ্যায় ফিরতেন যাত্রীরা। তিন বছরের মাথায় ২০১৩ সালের জুলাই মাসে বন্ধ হয়ে যায় ট্রেনটি। এতে ভোগান্তির শিকার হন ওই রুটের যাত্রীরা।

স্থানীয়রা জানান, ট্রেনটি চালু হলে সাঘাটার বোনারপাড়া, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি গাইবান্ধাসহ রংপুর বিভাগের অন্য জেলার মানুষের যোগাযোগের আমূল পরিবর্তন ঘটবে। এই অঞ্চলের লোকজনের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে গতি আসবে।

ট্রেনটি বন্ধ হওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা সবজিসহ পচনশীল পণ্য গাইবান্ধা ও রংপুর জেলা সদরে পরিবহনে সমস্যায় পড়েন। বাস ও সিএনজিচালিত অটোরিকশার মতো অন্য যানবাহনে গন্তব্যে যেতে বাড়তি খরচও গুনতে হচ্ছে। ট্রেনটি ফের চালুর দাবিতে বোনারপাড়া রেলস্টেশনে অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভের মতো কর্মসূচি পালন করা হয়েছে। এতে রাজনৈতিক নেতা ও রেলওয়ের কর্মচারীসহ নানা শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

সর্বশেষ শিরোনাম

পদ্মা সেতু হয়ে যশোরের পথে ছুটবে দ্রুতগতির ট্রেন Sat, Mar 30 2024

ঈদ উপলক্ষে ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Thu, Mar 14 2024

বগুড়া-সিরাজগঞ্জ রেল প্রকল্প : ঢাকায় যাতায়াতের সময় তিন ঘণ্টা কমবে Thu, Feb 22 2024

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারবাস Sat, Feb 10 2024

অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা Thu, Feb 08 2024

পর্যটক বৃদ্ধিতে বাংলাদেশ-ভারত যৌথ পর্যটন মেলা আয়োজনের উদ্যোগ Wed, Jan 31 2024

৭৮৫ যাত্রী নিয়ে ‘পর্যটক এক্সপ্রেসের’ যাত্রা শুরু Wed, Jan 10 2024

ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা Mon, Dec 25 2023

কক্সবাজার এক্সপ্রেসের প্রথম যাত্রা Sat, Dec 02 2023

বাংলাদেশি পর্যটক টানতে কলকাতায় তোড়জোড়, বসলো সিসি ক্যামেরা Tue, Nov 28 2023