Travel

৯৯৯ টাকায় পদ্মা সেতু-ভাঙ্গা ভ্রমণের সুযোগ দিচ্ছে পর্যটন করপোরেশন পদ্মা সেতু ভ্রমণ
ফাইল ছবি/সংগৃহিত স্বপ্নের পদ্মা সেতু

৯৯৯ টাকায় পদ্মা সেতু-ভাঙ্গা ভ্রমণের সুযোগ দিচ্ছে পর্যটন করপোরেশন

Bangladesh Live News | @banglalivenews | 13 Jul 2022, 02:48 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৩ জুলাই ২০২২: মানুষের আগ্রহকে কেন্দ্র করে ৯৯৯ টাকায় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভ্রমণের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

মঙ্গলবার (১২ জুলাই) রাতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উপ-ব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ শেখ মেহদি হাসান বলেন, মানুষের আগ্রহের কথা বিবেচনায় নিয়ে আমরা ৯৯৯ টাকায় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভ্রমণের প্যাকেজ নিয়ে এসেছি। এখানে ৫০ শতাংশ ডিসকাউন্ট মূল্য প্যাকেজটি সাজানো হয়েছে। আগামী ২২ জুলাই (শুক্রবার) আধুনিক এসি ট্যুরিস্ট কোস্টারে ট্যুরিস্টরা ভ্রমণ করতে পারবেন। আমরা মাত্র ৫২ থেকে ৫৫ জনকে ভ্রমণের সুযোগ দিতে পারবো। এরই মধ্যে ৫০০ থেকে ৬০০ মানুষ আমাদের ফোন করেছেন। তাই আমরা পরের সপ্তাহে ২৯ জুলাই শুক্রবার আবারও একই ধরনের ট্রিপের ব্যবস্থা করেছি, সেখানে হয়তো আরও বেশি মানুষ নেওয়ার চেষ্টা করবো। প্রয়োজন হলে এর পরের সপ্তাহে আবার আয়োজন করবো। মানুষের যতদিন আগ্রহ থাকবে, আমরা ততদিন মানুষকে পদ্মা সেতু ঘুড়িয়ে দেখাবো।

মেহদি হাসান বলেন, আমরা শুরুতে টুঙ্গিপাড়াসহ পদ্মা সেতু ভ্রমণের আয়োজন করেছিলাম। কিন্তু এতে যে মূল্য নির্ধারণ হয়েছিল মানুষ তাতে আপত্তি জানিয়েছিল । তাই মানুষের পদ্মা সেতু নিয়ে আবেগের কথা মাথায় রেখে ৫০ শতাংশ ডিসকাউন্ট দিয়ে ৯৯৯ টাকা মূল্যে প্যাকেজ নির্ধারণ করেছি। মানুষকে পর্যটনে আকর্ষণ করতেই আমাদের এ উদ্যোগ।

পর্যটন করপোরেশন থেকে জানানো হয়, ভ্রমণে আগ্রহীদের আগে প্যাকেজ বুকিং করে ২২ জুলাই বিকেল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের পর্যটন ভবনের নিচতলায় আসতে হবে। পৌনে ৪টায় আসন গ্রহণ ও ৪টায় ভ্রমণ শুরু করা হবে। দিনের আলোয় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নান্দনিক ভাঙ্গা চত্বরে উপস্থিত হওয়ার পর সেখানে বৈকালিক স্ন্যাক্স দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় আলোকসজ্জিত পদ্মা সেতু হয়ে ঢাকায় ফিরে আসা হবে। ভ্রমণ শেষ হবে রাত ৯টায়।

পর্যটন করপোরেশন আরও জানায়, আগ্রহীরা ০১৯৪১৬৬৬৪৪৪ নম্বরে কল দিলে বিকাশ নম্বর দেওয়া হবে। অথবা পর্যটন ভবনেও ভ্রমণ মূল্য পরিশোধ করা যাবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নেওয়া হবে।

সর্বশেষ শিরোনাম

পদ্মা সেতু হয়ে যশোরের পথে ছুটবে দ্রুতগতির ট্রেন Sat, Mar 30 2024

ঈদ উপলক্ষে ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Thu, Mar 14 2024

বগুড়া-সিরাজগঞ্জ রেল প্রকল্প : ঢাকায় যাতায়াতের সময় তিন ঘণ্টা কমবে Thu, Feb 22 2024

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারবাস Sat, Feb 10 2024

অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা Thu, Feb 08 2024

পর্যটক বৃদ্ধিতে বাংলাদেশ-ভারত যৌথ পর্যটন মেলা আয়োজনের উদ্যোগ Wed, Jan 31 2024

৭৮৫ যাত্রী নিয়ে ‘পর্যটক এক্সপ্রেসের’ যাত্রা শুরু Wed, Jan 10 2024

ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা Mon, Dec 25 2023

কক্সবাজার এক্সপ্রেসের প্রথম যাত্রা Sat, Dec 02 2023

বাংলাদেশি পর্যটক টানতে কলকাতায় তোড়জোড়, বসলো সিসি ক্যামেরা Tue, Nov 28 2023