Travel

ট্রলার-স্পিডবোটে করে সেন্টমার্টিন ছেড়েছেন পর্যটকরা সেন্টমার্টিন
ছবি: সংগৃহিত

ট্রলার-স্পিডবোটে করে সেন্টমার্টিন ছেড়েছেন পর্যটকরা

Bangladesh Live News | @banglalivenews | 20 Mar 2023, 01:47 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২০ মার্চ ২০২৩ : বৈরী আবহাওয়ায় সাগরে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে রোববার টেকনাফের দমদমিয়া ঘাট থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় রোববার বিকেলে ট্রলার-স্পিডবোটে করে টেকনাফের উদ্দেশ্যে সেন্টমার্টিন ছেড়েছে কয়েকশ পর্যটক।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সকালে নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ করে প্রশাসন। বেলা ১১টা হতে আবহাওয়া স্বাভাবিক হয়ে যায়। পওে নতুন কওে আবহাওয়ার অবনতি পারে আশংকায় সেন্টমার্টিনে জাহাজ না থাকায় দ্বীপে রাত্রিযাপনে থেকে যাওয়া প্রায় হাজারখানেক পর্যটক আটকা পড়ে।

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ডাইন অ্যান্ড ক্রুজের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, সাগর উত্তাল এবং ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় রোববার সকালে জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেয় উপজেলা প্রশাসন। আগে বিক্রি করা টিকেট নিয়ে পর্যটকরা নির্ধারিত সময়ে ঘাটে এলেও জাহাজ ছাড়তে না পারায় টিকেটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা ও ট্যুরিজম ব্যবসায়ী নুর মোহাম্মদ জানান, হাজারখানেক পর্যটক দ্বীপে অবস্থান করছিলেন। আমাদের কটেজে অনেক পর্যটক একদিন আবার কোনো পর্যটন দুদিনের জন্য কক্ষ ভাড়া নিয়েছিলেন। অনেকে রোববার ফিরে যাবার কথা ছিল। সমুদ্র উত্তাল থাকায় তাদের রুম ছাড়তে জোর করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকেরা ফিরে যাওয়ার কথা ছিল।

তারা আরও জানান, বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হলে কোস্টগার্ডের অনুমতি সাপেক্ষে চারটি কাঠের বোট (ফিশিং ট্রলার) ও ১০-১২টি স্পিডবোটে করে কয়েকশ পর্যটক নারী-পুরুষ ঝুঁকি নিয়ে দ্বীপ ছেড়েছে।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. রাগীব বলেন, দুপুরের পর থেকে আবহাওয়া নৌযান চলাচল উপযোগী হওয়ায় পর্যটকরা ফিরে যাবার প্রচেষ্টা চালায়। ট্রলার সার্ভিস পরিচালকরা চলাচল উপযোগিতার কথা বলায় কাঠ ও স্পিডবোটে যেতে ইচ্ছুকদের বহনে মৌখিক সম্মতি দেয়া হয়। এরপরই অনেক পর্যটক দ্বীপ ত্যাগ করেছে।

সর্বশেষ শিরোনাম

বাংলাদেশি পর্যটক টানতে কলকাতায় তোড়জোড়, বসলো সিসি ক্যামেরা Tue, Nov 28 2023

ডিসেম্বর থেকেই চলবে ঢাকা-কক্সবাজার ট্রেন Sun, Nov 12 2023

প্রধানমন্ত্রীর হুইসেলে ট্রেনের যাত্রা সমুদ্রের শহরে Sat, Nov 11 2023

বিদেশি পর্যটক টানতে আসছে ই-ভিসা Thu, Oct 12 2023

দক্ষিণাঞ্চলে রেলের নতুন দ্বার খুললেন প্রধানমন্ত্রী Tue, Oct 10 2023

১২ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন Mon, Oct 09 2023

ভারতে বিদেশি পর্যটকের সংখ্যায় দ্বিতীয় বাংলাদেশিরা Fri, Sep 29 2023

ঢাকা-ভাঙ্গা ট্রেন চলবে ১০ অক্টোবর, জুনে যাবে যশোর Wed, Sep 06 2023

ফের চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস Sat, Aug 12 2023

চালু হলো ডাবল লাইন, ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে চার ঘণ্টায় Thu, Jul 20 2023