Travel

সরাসরি যাত্রী পরিবহনে আমিরাতের সম্মতি আমিরাত যাত্রা
ZQ Lee/Unsplash দুবাই

সরাসরি যাত্রী পরিবহনে আমিরাতের সম্মতি

Bangladesh Live News | @banglalivenews | 30 Sep 2021, 12:07 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২১: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইটে যাত্রী পরিবহনে সম্মতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিমানবন্দরে স্থাপিত ছয়টি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে করোনা পরীক্ষার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরও (এসওপি) গৃহীত হয়েছে। ফলে এখন থেকে প্রবাসী কর্মী তথা ইউএইগামী যাত্রীরা নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষা করে সরাসরি যেতে পারবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তাওহীদ-উল এ তথ্য নিশ্চিত করেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি বলেন, এখন থেকে প্রবাসী কর্মী/যাত্রীরা ফ্লাইটে সরাসরি সংযুক্ত আরব আমিরাত যেতে পারবেন।

তিনি বলেন, বিমানবন্দরে স্থাপিত ছয়টি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে করোনা পরীক্ষার অনুমোদনের জন্য যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পাঠানো হয়েছিল তা অনুমোদন দিয়েছে ইউএই কর্তৃপক্ষ। ফলে তাদের নির্দেশনা অনুসারে একজন যাত্রী যাত্রার ৪৮ ঘণ্টা আগে একবার এবং ছয় ঘণ্টা আগে বিমানবন্দরের স্থাপিত ল্যাবরেটরি থেকে করোনা পরীক্ষা করে রিপোর্ট নিয়ে ইউএই যেতে পারবেন।

তিনি আরও বলেন, ইউএইতে ফ্লাইট বন্ধ ছিল না। সরাসরি ফ্লাইট না থাকলেও অন্য দেশে ট্রানজিট হয়ে যাওয়ার সুযোগ ছিল। এখন থেকে বিমানবন্দরে নমুনা পরীক্ষা করে সরাসরি ইউএই যেতে পারবেন যাত্রীরা।

জানা গেছে, বুধবার দুপুরে সংযুক্ত আরব আমিরাত দূতাবাস বিমানবন্দরে স্থাপিত ল্যাবরেটরিতে আরটি-পিসিআর পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সম্মতি দেয়। দুপুর ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
দূতাবাসের সম্মতির চিঠি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর সাতটি বেসরকারি প্রতিষ্ঠানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব স্থাপনের জন্য নির্বাচিত করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান ১৬ সেপ্টেম্বর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জমা দেয়। এসব এসওপি যাচাই করতে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়। এ বিষয়ে আজ সম্মতি দেয় আমিরাত।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের একজন দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আগে প্রতিষ্ঠানভেদে করোনা পরীক্ষার ফি ভিন্ন ভিন্ন থাকলেও বর্তমানে অনুমোদনপ্রাপ্ত সব প্রতিষ্ঠান এক হাজার ৬০০ টাকা ফি জমা দিয়ে ফ্লাইটের ছয় ঘণ্টা আগে পরীক্ষা করাতে পারবেন। এর আগে গত আগস্টে আমিরাত সে দেশে যেতে যাত্রার ছয় ঘণ্টা আগে করোনার আরটি-পিসিআর পরীক্ষার শর্ত আরোপ করে।

সর্বশেষ শিরোনাম

পদ্মা সেতু হয়ে যশোরের পথে ছুটবে দ্রুতগতির ট্রেন Sat, Mar 30 2024

ঈদ উপলক্ষে ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Thu, Mar 14 2024

বগুড়া-সিরাজগঞ্জ রেল প্রকল্প : ঢাকায় যাতায়াতের সময় তিন ঘণ্টা কমবে Thu, Feb 22 2024

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারবাস Sat, Feb 10 2024

অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা Thu, Feb 08 2024

পর্যটক বৃদ্ধিতে বাংলাদেশ-ভারত যৌথ পর্যটন মেলা আয়োজনের উদ্যোগ Wed, Jan 31 2024

৭৮৫ যাত্রী নিয়ে ‘পর্যটক এক্সপ্রেসের’ যাত্রা শুরু Wed, Jan 10 2024

ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা Mon, Dec 25 2023

কক্সবাজার এক্সপ্রেসের প্রথম যাত্রা Sat, Dec 02 2023

বাংলাদেশি পর্যটক টানতে কলকাতায় তোড়জোড়, বসলো সিসি ক্যামেরা Tue, Nov 28 2023