World

সুদান থেকে ফিরছেন আরও ১৫৯ বাংলাদেশি সুদান
ছবি: সংগৃহিত

সুদান থেকে ফিরছেন আরও ১৫৯ বাংলাদেশি

Bangladesh Live News | @banglalivenews | 30 Jun 2023, 01:47 pm

খার্তুম, ৩০ জুন ২০২৩ :  সুদান থেকে প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার শেষ ধাপে আরও ১৫৯ জনকে নিরাপদে ঢাকায় আনা হচ্ছে। তাদের প্রথম দলটি আজ শুক্রবার (৩০ জুন) এবং দ্বিতীয় দলটি শনিবার (১ জুলাই) দেশের উদ্দেশে রওনা হবে।

বৃহস্পতিবার (২৯ জুন) সুদানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, সুদান থেকে ৮০ জন বাংলাদেশি শুক্রবার দোহা হয়ে ঢাকায় পৌঁছাবেন। দ্বিতীয় ব্যাচে আছেন ৭৯ বাংলাদেশি, তারা শনিবার ঢাকায় যাবেন।

দুই দিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, সহিংসতায় জর্জরিত সুদান থেকে আরও দেড় শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সুদান থেকে জেদ্দায় কোনো ফ্লাইট না থাকায় দোহা হয়ে নতুন রুটে তাদের আনা হবে।

প্রসঙ্গত, সুদানে যুদ্ধাবস্থার কারণে মে মাসে প্রায় ৮০০ বাংলাদেশিকে সেখান থেকে নিরাপদে সৌদি আরব হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।

ক্ষমতা দখলকে কেন্দ্র করে গত ১৫ এপ্রিল সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও তার সাবেক উপপ্রধান মোহাম্মেদ হামদান দাগলোর বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে ২ হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। গৃহহীন হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।

সর্বশেষ শিরোনাম

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত Fri, Mar 29 2024

১৬ বাংলাদেশিকে জরুরি সৌদি ত্যাগের নির্দেশ Sat, Mar 23 2024

২০ দিনে আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া Thu, Mar 21 2024

সুইডিশ রাজকুমারী ঢাকায় Tue, Mar 19 2024

অজানা গন্তব্যে জলদস্যুর কবলে পড়া বাংলাদেশী জাহাজ Fri, Mar 15 2024

‘এমভি আবদুল্লাহকে’ অনুসরণ করছে ইইউয়ের যুদ্ধজাহাজ Thu, Mar 14 2024

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩ Wed, Mar 13 2024

জলদস্যুরা সোমালিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশি জাহাজ Wed, Mar 13 2024

সোমালিয়ান জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি Tue, Mar 12 2024

বাংলাদেশ ও সৌদি আরব পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত Thu, Feb 29 2024