World

জাতিসংঘের এজেন্ডায় একাত্তরে গণহত্যার স্বীকৃতি জাতিসংঘ
ছবি: উইকিমিডিয়া কমন্স/Leif Jorgensen প্রতীকী ছবি

জাতিসংঘের এজেন্ডায় একাত্তরে গণহত্যার স্বীকৃতি

Bangladesh Live News | @banglalivenews | 02 Jun 2023, 12:20 am

জাতিসংঘ, ২ জুন ২০২৩ : জাতিসংঘের মানবাধিকার পরিষদের আগামী অধিবেশনের তিন নম্বর অ্যাজেন্ডায় রয়েছে বাংলাদেশে সংঘটিত একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি ও জাতিসংঘের মানবাধিকার পরিষদের আগামী অধিবেশনের আলোচ্যসূচিতে জায়গা পেয়েছে একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের দ্বারা সংঘটিত নৃশংস গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি।

আগামী ১৯ জুন থেকে ১৪ জুলাই মানবাধিকার পরিষদের ৫৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনের আলোচ্যসূচির তিন নম্বরে রয়েছে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) বিশেষ পরামর্শকের মর্যাদা পাওয়া বিদেশে বসবাসরত বাংলাদেশি সন্তানদের সংগঠন ‘স্টিচিং বাসুগ’ নামে বাংলাদেশ সাপোর্ট গ্রুপ-এর সাথে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশের লক্ষ্য নিয়ে কাজ করা আমরা একাত্তর, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১, ইউরোপীয় বাংলাদেশ ফোরাম (ইবিএফ) এবং সিরাজি ফাউন্ডেশন একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠিয়েছিল।

গত সোমবার (২৯ মে) জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশি সংগঠনগুলোর পাঠানো চিঠিটি গ্রহণ করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ। এতে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিব চিঠিটি পেয়েছেন, যা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের রেজ্যুলেশন ১৯৬৩/৩১ অনুযায়ী প্রচার করা হলো। একাত্তরে বাংলাদেশে ৩০ লাখের বেশি মানুষকে হত্যা করেছে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের চালানো বাঙালির ওপর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবির বিষয়টি জাতিসংঘের মানবাধিকার পরিষদের আগামী অধিবেশনে আলোচ্যসূচিতে রয়েছে। আগামী ১৯ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত মানবাধিকার পরিষদের ৫৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে। বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিটি এই অধিবেশনের আলোচ্যসূচির ৩ নম্বরে রয়েছে। অধিবেশনে সব ধরনের মানবাধিকার, নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের প্রচার ও সুরক্ষার বিষয়ে আলোচনা হবে।

২৯ মে’র ওই বিবৃতির সঙ্গে জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো বাংলাদেশি সংগঠনগুলোর চিঠিটি সংযুক্ত করা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে ১৯৭১ সালের গণহত্যা পাকিস্তানি কর্তৃপক্ষের পরিকল্পিত এক অভিযান ছিল। বাংলাদেশে বিহারি ও বাঙালি সহযোগীদের সহায়তায় পাকিস্তানি সামরিক বাহিনী এই নৃশংস পরিকল্পনা বাস্তবায়ন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটেছিল বাংলাদেশে।

সর্বশেষ শিরোনাম

ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা যুক্তরাজ্যের হিন্দু সম্প্রদায়ের Mon, Oct 02 2023

মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্ব আইএমও-তে প্রশংসিত Sat, Sep 30 2023

কোনো দেশের স্যাংশনের পরোয়া করি না : যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী Fri, Sep 29 2023

পক্ষ নিতে নয়, ভিসানীতির উদ্দেশ্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন : মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র Tue, Sep 26 2023

রোহিঙ্গা ইস্যু থেকে বিশ্ব সম্প্রদায়কে দৃষ্টি না সরানোর আহ্বান প্রধানমন্ত্রীর Sat, Sep 23 2023

মহাসাগর ও নদী রক্ষায় বিবিএনজে চুক্তিতে সই করলেন প্রধানমন্ত্রী Fri, Sep 22 2023

বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা Thu, Sep 21 2023

কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Wed, Sep 20 2023

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ Wed, Sep 20 2023

নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Mon, Sep 18 2023