World

মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার ৮ মালয়েশিয়া | বেস্টিনেট
ছবি: সংগৃহিত গ্রেফতার বেস্টিনেট’র কর্মকর্তারা

মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার ৮

Bangladesh Live News | @banglalivenews | 05 Aug 2022, 11:43 pm

কুয়ালালামপুর, ৫ আগস্ট ২০২২: বাংলাদেশি ও নেপালি শ্রমিক নিয়োগের জন্য মালয়েশিয়া সরকারকে সেবা প্রদানকারী আইটি কোম্পানি ‘বেস্টিনেট’র প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) মোট ৮ কর্মকর্তাকে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।

বৃহস্পতিবার মালয়েশিয়ার সংবাদপত্র দ্য স্টার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি শ্রমিকদের জন্য কোটা অর্জনে নিয়োগকর্তা বা এজেন্টদের সহযোগিতা করতে ঘুষ গ্রহণের অভিযোগে বুধবার (৩ আগস্ট) তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। তারা প্রতি শ্রমিকের জন্য বাংলাদেশি টাকায় ১৭ হাজার থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, গত মে মাস থেকে ২৯ জুলাই পর্যন্ত মোট ৩ লাখ ৪৫ হাজার ৮৬১টি আবেদন প্রক্রিয়া করেছে বেস্টিনেট। রিক্রুটিং এজেন্টদের মূল হোতা হিসেবে পরিচিত বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার দাতো মোহাম্মদ আমিনকেও এমএসিসি গ্রেফতার করেছে।

জানা গেছে, বেস্টিনেট ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) নামে পরিচিত একটি ব্যবস্থাপনা দেখভাল করে থাকে। এই সিস্টেমটি ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্যও ব্যবহার করা হয়েছিল। কিন্তু এই কাজে প্রতি শ্রমিকের কাছ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগে মালয়েশিয়া সরকার এই নিয়োগ স্থগিত করে।

সেসময় বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের জন্য মালয়েশিয়া সরকার ১০টি রিক্রুটিং এজেন্সির একটি সিন্ডিকেটকে অনুমতি দেয়। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্য দুই দেশের সরকার কাজ করলেও এই কাজে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রস্তাবিত ২৫টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেশনের অভিযোগ আছে।

সর্বশেষ শিরোনাম

লেবার পার্টি থেকে ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হক বহিষ্কার Thu, Sep 29 2022

নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী Mon, Sep 26 2022

নিউইয়র্কে জয়শঙ্করের নৈশভোজে ড. মোমেন Sat, Sep 24 2022

রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধানমন্ত্রী Tue, Sep 20 2022

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের আজিজ খান Fri, Sep 09 2022

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হয়েছেন Fri, Sep 09 2022

ওআইসি মহাসচিব অসুস্থ, স্থগিত ঢাকা সফর Sat, Aug 27 2022

রোহিঙ্গা নেবে যুক্তরাষ্ট্র Fri, Aug 26 2022

মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার ৮ Fri, Aug 05 2022

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের আপত্তি খারিজ Sat, Jul 23 2022