World

গ্রিসে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত
এথেন্স, ১ মার্চ ২০২৩ : মঙ্গলবার উত্তর গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনো চলছে।
গ্রীক ফায়ার সার্ভিসের বরাতে সিএনএন জানায়, মঙ্গলবার মধ্যরাতের কিছু আগে গ্রীসের টেম্পিতে, লরিসা শহরের কাছে, ৩৫০ জনেরও বেশি যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে ৮৫ জনেরও বেশি মানুষ আহত হয়।
গ্রীক ফায়ার সার্ভিসের মুখপাত্র ভ্যাসিলিস ভার্থকোগিয়ানিস একটি টেলিভিশন ব্রিফিংয়ে বলেছেন যে ১৭টি গাড়ি এবং ৪০টি অ্যাম্বুলেন্স সহ কমপক্ষে ১৫০ জন দমকলকর্মী উদ্ধার অভিযানে সামিল হয়েছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ইআরটিকে উদ্ধৃত করে জানিয়েছে যে মোট ৩৫০ জনের মধ্যে প্রায় ২৫০ যাত্রীকে উদ্ধার করে বাসে করে থেসালোনিকিতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।