World

রুশ জাহাজে নিষেধাজ্ঞার ঘটনায় মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব
মস্কো, ২২ ফেব্রুয়ারি ২০২৩ : আমেরিকা ও অন্যান্য পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজগুলো বাংলাদেশে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার রোদেনকো আন্দ্রে ইউরেভিচ মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে সমন করে জানান, এই বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।
গত ডিসেম্বরে নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাশিয়ার পতাকাবাহী জাহাজ উরসা মেজরকে বাংলাদেশে প্রবেশে অনুমতি না দেওয়ার সময়ে রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাশিয়ার কর্মকর্তারা এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানান।
এর আগে, বাংলাদেশ জাতিসংঘে ইউক্রেন যুদ্ধ নিয়ে পাঁচটি রেজুলেশনের মধ্যে দুটিতে পক্ষে ভোট দেয় এবং তিনটিতে ভোটদানে বিরত থাকে। মস্কোর পক্ষ থেকে বাংলাদেশকে বারবার অনুরোধ করা হয়েছে যেকোনো রেজুলেশনে বিপক্ষে ভোট দেওয়ার জন্য।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ জাহাজ বাংলাদেশে ঢুকতে পারবে না এ বিষয়ে ১৭ই ফেব্রুয়ারি রাশিয়ার সংবাদ সংস্থা “তাস”-এ সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে রাষ্ট্রদূত কামরুল আহসানের সঙ্গে যোগাযোগ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, তাস ২১শে ফেব্রুয়ারি এক রিপোর্টে জানায়, বাংলাদেশের রাষ্ট্রদূতকে নেতিবাচক প্রভাবের বিষয়ে সতর্ক করা হয়েছে।